Breaking

Post Top Ad

Your Ad Spot

Tuesday, August 22, 2017

জিওনির কম বাজেটের নতুন স্মার্টফোন

লঞ্চ করল চিনা মোবাইল প্রস্তুতকারক কোম্পানির নতুন স্মার্টফোন জিওনি । অপেক্ষাকৃত কম দামের এই স্মার্টফোনে রয়েছে অত্যাধুনিক সমস্ত ফিচার । এই প্রসঙ্গে জিওনি ইন্ডিয়া-র ডিরেক্টর, (বিজনেস ইন্টেলিজেন্স অ্যান্ড প্ল্যানিং) অলোক শ্রীবাস্তব জানিয়েছেন যে, জিওনি ব্যবহারকারীদের জন্য নতুন স্মার্টফোন লঞ্চ করা হচ্ছে। আশা করা হচ্ছে, বাকি স্মার্টফোনগুলির মতো এই ফোনটিও তাঁদের বেশ পছন্দ হবে।কী কী ফিচার রয়েছে ফোনটিতে? দামই বা কত?১) ৫ ইঞ্চি এইচডি ডিসপ্লে।২) ৮ মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা ।৩) ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ।৪) 2 GB RAM ।৫) ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।৬) ১৬ জিবি ইন্টারনাল স্টোরেজ।৭) ২৫৬ জিবি পর্যন্ত এক্সপ্যান্ডেবল স্টোরেজ।৮) দাম- ৮,৯৯৯ টাকা।

Post Top Ad

Your Ad Spot

Pages