Breaking

Post Top Ad

Your Ad Spot

Friday, July 7, 2017

মোবাইল ইন্টারনেট গতি স্লো! নিয়ে নিন তার সমাধান।

শখ করে কেনা ফোরজি ফোন। অথচস্পিড গেছে কমে। কমতে কমতেএকেবারে টুজি-র মতো গতি দাঁড়িয়েগিয়েছে ফোনের। ঠিকমতোডাউনলোড করা মুশকিল। এমনকী অনেকওয়েব পেজ খোলাই যাচ্ছে না। এইঅবস্থায় যত দোষ নন্দ ঘোষ হয়ে যায়নেটওয়ার্ক।কিন্তু এ ভাবে ফোনের ইন্টারনেটস্পিড কমে যাওয়ার জন্য সব সময়ইনেটওয়ার্ককে দায়ী করা ঠিক নয়।অনেক সময়ই দেখা যায়, নেটওয়ার্কএকদম ঠিক থাকলেও ইন্টারনেটেরশম্বুক গতিতে বিরক্তি ধরে যাচ্ছে।আসলে এ ক্ষেত্রে আপনার ধীরগতিরইন্টারনেটের জন্য দায়ী আপনারফোনটিই। সে ক্ষেত্রে কেমন করেবাড়বে আপনার ইন্টারনেটের গতি!আসুন জেনে নেওয়া যাক।ক্যাশে ক্লিয়ার করুনযতদিন যাচ্ছে সিস্টেমের মেমরিকেম্যানেজ করার ক্ষমতা তত বৃদ্ধিপাচ্ছে অ্যানড্রয়েডের। কিন্তু তাসত্ত্বেও ক্যাশে-এর অত্যাচারকেপুরোপুরি দমানো যায়নি। বিশেষ করেআপনার ফোন যদি পুরোনো হয়, আরসেখানে যদি পুরোনো ভারশনই চলেতা হলে তো কথাই নেই। যাই হোক, এইক্যাশেগুলিকে ফোন থেকে তাড়াতেনা পারলে কিন্তু ফোনের ইন্টারনেটগতি বাড়ানো যাবে না।বেশি মেমরির অ্যাপগুলিকে ডিলিটকরুনকিছু অ্যাপ আছে যেগুলি মেমরিওঅনেকটা দখল করে বসে থাকে। আবারব্যাকগ্রাউন্ডেও চলতে থাকে। এইঅ্যাপগুলিকে সবার আগে আনইনস্টলকরুন। পাশাপাশি যে অ্যাপগুলি সেভাবে ব্যবহার করেন না, সেগুলিকেওফোন থেকে ডিলিট করুন।সঠিক ব্রাউজার ব্যবহার করুনসবচেয়ে ভালো ব্রাউজারনিঃসন্দেহে গুগল ক্রোম। এটি ব্যবহারকরাই শ্রেয়। আপনার সব পাসওয়ার্ডযেমন মনে রাখে, তেমনই মনে রাখেবুকমার্কও। অনেকগুলি ডিভাইসেরমধ্যে সিঙ্ক করতে পারে ক্রোম। যারফলে আপনি পেতে পারবেন সিমলেসইন্টারনেটের অভিজ্ঞতা। কিন্তু ক্রোমঅনেকটা জায়গা নিয়ে নেয় বলে,অপেরা ম্যাক্সের কথাও বলেন।

Post Top Ad

Your Ad Spot

Pages