Breaking

Post Top Ad

Your Ad Spot

Thursday, July 6, 2017

কেন চোখে চোখ রেখে কথা বলা যায় না? কারণ জানিয়েছেন গবেষকরা

কথা না বলে বেশ কিছুসময় চোখে চোখ রাখা সহজ। কিন্তু বিপত্তিটা বাধে চোখে চোখ রেখেকথা বলার সময়। কেন এমনটা হয় তারপ্রশ্ন খুঁজতে জাপানের কাজিমুরা ওনোমুরার নেতৃত্বে একদলস্নায়ুবিজ্ঞানী গবেষণাকরেছিলেন।কেন চোখে চোখ রেখে কথা বলা যায়না? গবেষকরা এর কারন জানিয়েছেন,কথা বলার সময় শব্দ খুঁজতে হয়। কিন্তুচোখে চোখ রেখে সেটা কঠিন।এজন্যই শব্দ খোঁজার দিকে মনোযোগদিতে আমরা চোখ সরিয়ে নিই।পরীক্ষাটি করার সময় গবেষকরা ২৬ব্যক্তিকে কম্পিউটারের সামনেবসিয়ে দেন। যান্ত্রিক মুখের সামনেমুখ রেখে তাদের একটি শব্দের খেলাখেলতে বলা হয়। কিন্তু প্রতিবারইশব্দ খোঁজার ওইসব ব্যক্তি চোখসরিয়ে নিতেন। কারণ তারা ওই সময়স্মৃতি থেকে শব্দ অনুসন্ধানকরছিলেন।গবেষকরা বলেন, বিশেষ্য বাবিশেষণের চেয়ে ক্রিয়াপদ খুঁজতেইমানুষ বেশি সময় নিয়ে থাকে।'কগনিশন' নামক একটি সাময়িকীতেগবেষেণাটি প্রকাশিত হয়েছে।

Post Top Ad

Your Ad Spot

Pages