ফেসবুক বা হোয়াটসঅ্যাপে আমরাঅনেকেই চ্যাটিং করি। চ্যাটিংকরার সময় অনেক সংক্ষিপ্ত শব্দপেয়ে থাকি। এই ধরুন, ‘লোল’ অথবা‘ওএমজি’ টাইপ কিছু শব্দ। কিন্তু এসবশব্দের অর্থ কি? তা কি আদৌ আমরাজানি? হয় তো বা ‘লোল’, ‘ওএমজি’এই শব্দ দু’টির পুরো মিনিং আমরাইতিমধ্যে জেনে গেছি। ‘লোল’মানে যে লাফ আউট লাউড, আর‘ওএমজি’ মানে ও মাই গড। কিন্তু এরবাইরে যেসব আছে! তা কিজানেন? তাহলে আসুন, এমনই কিছুসংক্ষিপ্ত শব্দর অর্থ জেনে নিই?১। এলএমআইআরএল (LMIRL): লেটস মিট ইনরিয়্যাল লাইফ (চ্যাটের গণ্ডিছেড়ে চলো, বাস্তব জীবনে একদিনদেখা করি)।২। এলএইট (L8): লেট (দেরি)।৩। এলএমবিও(LMBO): লাফিং মাইবাট অফ (হাসতে হাসতে পিছন খুলেযাচ্ছে)।৪। এলএমকে (LMK) : লেট মি নো(আমাকে জানাও)।৫। আরএল (RL) : রিয়্যাল লাইফ (বাস্তবজীবনে)।৬। আরওএফএল (RFLO): রোলিং অন দাফ্লোর লাফিং (হাসতে হাসতেমাটিতে গড়াগড়ি খাচ্ছি)।৭। ওয়ানফোরথ্রি (143): আই লাভ ইয়ু।৮। এফএন (FN): বাই ফর নাও ( এখনকারমতো চলি)।৯। বিআরবি(BRB): বি রাইট ব্যাক(এক্ষুণি আসছি)।১০। বিটিডাব্লিউ(BTW): বাই দাওয়ে১১। সিটিএন(CTN): ক্যান্ট টক নাউ (এখনকথা বলতে পারছি না)।১২। জিবি (GB): গুড বাই।১৩। জিএলএইচএফ (GLHF): গুড লাক,হ্যাভ ফান (ভাল থাকো, সুখেথাকো)।১৪। জিটিজি (GTG): গট টু গো (যেতেহবে)।১৫। বিওএল বা বোল (BOL): বি অনলেটার (পরে অনলাইন হয়ো)।
Post Top Ad
Your Ad Spot
Tuesday, June 6, 2017
Home
Facebook Tips amp; Tricks
ফেসবুকে ‘LoL’ তো লিখেন, জানেন এর অর্থ? জেনে নিন এমন আরো কিছু শব্দার্থ !
ফেসবুকে ‘LoL’ তো লিখেন, জানেন এর অর্থ? জেনে নিন এমন আরো কিছু শব্দার্থ !
Tags
Facebook Tips amp; Tricks#
Share This
About Raihanul Haque
Facebook Tips amp; Tricks
Labels:
Facebook Tips amp; Tricks
Post Top Ad
Your Ad Spot
Author Details
----