ব্রণের সমস্যায় ভুগছেন? বিভিন্ন বিউটি অ্যাপসে খুঁজছেন সমাধান? বাজার চলতি লোশন আর ক্রিমের দ্বারস্থ হয়েও বিশেষ কিছু লাভ হচ্ছে না? এবার কিছুদিন, এইসব কিছু ভুলে হাতেকলমে তুলে নিন চটজলদি সমস্যা সমাধানের উপায়৷সাধারণত ত্বকের তৈলগ্রন্থি বা ওয়েল গ্ল্যান্ড ব্যাকটেরিয়ার মাধ্যমে সংক্রমিত হলে ব্রণ হয়। ত্বকের উজ্জ্বলতা, সৌন্দর্য নষ্ট করতে ব্রণ অনেকাংশেই দায়ী। সুস্থ-সুন্দর ব্রণমুক্ত ত্বক দেখতে কার না ভালো লাগে? তাই ঘরে বসেই ব্রণ দূরকরতে রইল কিছু পরামর্শ।টুথপেস্টসকালে ফ্রেশ হওয়ার সঙ্গে সঙ্গেই শুরু করে দিন অ্যাকশন৷ সাদা টুথপেস্ট নিয়ে ব্রণের ওপর লাগান৷ ঘণ্টাখানেক পরে পানি দিয়ে ধুয়ে ফেলুন৷ শুধু সকালেই নয়, রাতে ঘুমোতে যাওয়ার আগেও আরও একবার করতে পারেন এটি৷আদারান্নার অনেক পদেই আলাদা মাত্রা এনে দেয় আদা৷ এবার সেই আদাকেই হাতিয়ার করে নিন আপনার এই ব্রণের সমস্যায়৷ একটুকরো আদা নিয়ে আলতো করে বুলিয়ে নিন ব্রণের ওপর৷ পাঁচ মিনিট পর ধুয়ে নিন হালকা গরম পানিতে৷ এইভাবে দিনে বেশ কয়েকবার করতে থাকুন। সঙ্গে অল্প পরিমাণ কাঁচা আদা খেলেও উপকার পাবেন হাতে নাতে৷পাতিলেবুআপনার সমস্যার সমাধানে হাজির পাতিলেবুও৷ যার মধ্যে রয়েছে ভরপুরভিটামিন সি৷ এক টুকরো তুলো নিয়ে তাভিজিয়ে ফেলুন পাতিলেবুর রসে, আর তাআলতো করে লাগান ক্ষতিগ্রস্ত এলাকায়৷ কিছুক্ষণ রেখে তা ধুয়ে ফেলুন৷বরফব্রণের সমস্যা দূর করতে হাতে তুলে নিন এক টুকরো বরফ৷ এই বরফ আপনার ত্বকের অতিরিক্ত ময়লা এবং তেলকে করবে দূর৷ সাহায্য করবে রক্ত সঞ্চালনেও৷পানিআর যেটুকু বাকি থেকে গেল তা পূরণ করতে প্রচুর পরিমাণে পানি পান করুন৷ তবে তা যেন মাত্রা ছাড়িয়ে না যায়৷
Post Top Ad
Your Ad Spot
Thursday, June 8, 2017
ব্রণের সমস্যা দূর করবেন; জেনে নিন সহজ ৫ উপায়
Tags
সৌন্দর্য ও ত্বকের যত্ন#
Share This
About Raihanul Haque
সৌন্দর্য ও ত্বকের যত্ন
Labels:
সৌন্দর্য ও ত্বকের যত্ন
Post Top Ad
Your Ad Spot
Author Details
----