Breaking

Post Top Ad

Your Ad Spot

Monday, June 19, 2017

মেয়েদের কাছে খারাপ ছেলেদের দামই বেশি, ভালো ছেলেদের নয় কেন?

কলেজের সবচেয়ে বখাটে ছেলেটিওএই পর্যন্ত তিন তিনটা প্রেম করেফেললো। আর আমি এতো ভালো ছাত্রহয়েও একটি প্রেমও হলো না এখন পর্যন্ত– হয়তো এমন কথাটি আপনার মনেঘুরপাক খাচ্ছে। তাহলে কি মেয়েদেরকাছে খারাপ ছেলেদের দাম বেশি?ভালো ছেলেদের কি কোন দামইনেই? এই প্রশ্নগুলো কলেজ ওবিশ্ববিদ্যালয়ের অনেক ছেলেদেরমনেই ঘুরে। খারাপ ছেলেদের প্রতিমেয়েদের এতো আকর্ষন কেন?স্বাভাবিকভাবেই এই প্রশ্নটা মনেজাগতে পারে যখন কেউ দেখা যায়যে খারাপ ছেলেরা খুব সহজেইমেয়েদের পটিয়ে ফেলছে। আরমেয়েরাও খারাপ ছেলেদের প্রতিতীব্র আকর্ষণ বোধ করছে। কিন্তু এরকারণ কি? ভালো ছেলেদের বদলেখারাপ ছেলেদের প্রতি এমন আকর্ষণকি অস্বাভাবিক নয়? জেনে নিনকারনগুলো ।* চ্যালেঞ্জ নেয়া : মেয়েরাচ্যালেঞ্জ নিতে পছন্দ করে। আর একটাখারাপ ছেলের সাথে সম্পর্ক করাকেতাঁরা একটা চ্যালেঞ্জ হিসেবেনেয়। চ্যালেঞ্জটা হলো একটা খারাপছেলেকে ধীরে ধীরে ভালো করেতোলা। কিন্তু এই কঠিন চ্যালেঞ্জেবেশিরভাগ মেয়েকেই হেরে যেতেহয়। কারণ খুব কম ক্ষেত্রেই একটা খারাপছেলে ভালো পথে ফিরে আসতেপারে। সবচাইতে মজার ব্যাপার হলোএকটা ছেলেকে খারাপ পথ থেকেভালো পথে ফিরিয়ে আনার পর সেইমেয়েটিই ঐ ছেলের প্রতি আগ্রহহারিয়ে ফেলে এবং সম্পর্ক ভেঙ্গেফেলে। কারণ যেসব স্বভাবের কারণেমেয়েটির কাছে ঐ ছেলেটিকেভালো লেগেছিলো, সেইস্বভাবগুলো আর ছেলেটির মধ্যে খুঁজেপায় না। ফলে ছেলেটির প্রতিমেয়েটির আগ্রহ কমে যায়।* আত্মবিশ্বাস : মেয়েরাআত্মবিশ্বাসী ছেলেদেরকে পছন্দকরে। আর খারাপ ছেলেদের মধ্যেআত্মবিশ্বাসের কোনো কমতি থাকেনা। কোনো কোনো ক্ষেত্রে তাঁরাঅতিরিক্ত আত্মবিশ্বাসী হয় অথবাআত্মবিশ্বাসী না হলেও অভিনয় করে।তাই স্বাভাবিক ভাবেই মেয়েরাইএধরণের ছেলেদের প্রতি বেশিআকর্ষণবোধ করে এবং এই আকর্ষণেরকারণে মেয়েরা একটা ভুল সম্পর্কেরদিকে এগিয়ে যায়।* পৌরুষ : খারাপ ছেলে বললে আপনারচোখে সবার প্রথমে কি ভেসে উঠে?কালো সানগ্লাস, মোটর সাইকেল,মুখে সিগারেট আর ট্যাটু? এইবৈশিষ্ট্যগুলোর জন্যই বেশিরভাগনারীর কাছেই খারাপ ছেলেদেরকেবেশি পুরুষত্বের অধিকারী মনে হয়।ফলে এ ধরণের ছেলেদেরকে তাঁরাসাহসী ভাবে এবং তাদের সংস্পর্শেমেয়েরা নিজেদেরকে বেশিনিরাপদ মনে করে। যদিও প্রকৃতপক্ষেখারাপ ছেলেদের সংস্পর্শ কখনোইনিরাপদ হতে পারে না।* রহস্য : মেয়েদের কাছে খারাপছেলেদেরকে রহস্যময় লাগে। একটাখারাপ ছেলে কি করছে, তারজীবনযাত্রা কেমন, কোথায় যাচ্ছেএসব নিয়ে বেশিরভাগ মেয়েই বেশউৎসাহী থাকে। আর এই রহস্য উৎঘাটনেরনেশার বশেই ভুল পথে পা বাড়ায়মেয়েরা।* সম্পর্কে আধিপত্য : যে সব মেয়েরাপুরুষের উপর বেশি নির্ভরশীল থাকতেপছন্দ করে তাঁরা সম্পর্কের ক্ষেত্রেসঙ্গীর আধিপত্যও পছন্দ করে। একটুবখাটে ধরণের বদমেজাজি ছেলেরাসঙ্গীর উপর জোর করে আধিপত্য দেখায়।তারা চায় তার স্ত্রী কিংবাবান্ধবী সব কিছু তার কথা মতই করুক এবংতার অনুমতি নিয়ে চলুক।* কথাবার্তা : বেশিরভাগ খারাপছেলেরাই মেয়েদের পটিয়ে অভ্যস্ত।কিভাবে মেয়েদের সাথে কথাবলতে এগিয়ে যেতে হবে, কিভাবেপ্রেমের প্রস্তাব দিতে হবে কিংবাপ্রশংসা করতে হবে এগুলো তাঁরা বেশভালো করেই জানে। এসব ক্ষেত্রেতাদের কোনো জড়তা কাজ করে না।ফলে তাঁরা সহজেই মেয়েদেরকেপটিয়ে ফেলার ক্ষমতা অর্জন করে।ভালো ছেলেরা একটু লাজুক প্রকৃতিরহয়। ফলে একটা মেয়ের সাথে নিজেথেকে এগিয়ে গিয়ে পরিচিত হতেকিংবা সখ্যতা গড়ে তুলতে বেশ সময়লেগে যায় তাদের। আর এই সুযোগেরব্যবহার করে খারাপ ছেলেরা। ফলেতাঁরা বেশ সহজেই মেয়ে পটিয়েফেলতে পারে

Post Top Ad

Your Ad Spot

Pages