স্বীকার করুন আর নাই করুন, এইসমস্যাটি কিন্তু অনেকেরজীবনেই আছে। কোন একটা বিচিত্র কারণে মানুষকখনোই তাঁর প্রাক্তন প্রেমকে ভুলতে পারে না। বরংঅনেক ক্ষেত্রেই দেখা যায় যেবিয়ের কিছুদিন নাযেতেই প্রাক্তন প্রেমিক বা প্রেমিকার প্রতি আগ্রহীহয়ে ওঠেন কেউ কেউ। এই আগ্রহ থেকে জন্ম নেয়অশান্তি, শুরু হয় ভাঙন, ক্রমশ দূরে চলে যেতে থাকেনপাশের মানুষটি। আপনিও কি এমনসমস্যায় ভুগছেন? আপনারস্বামী বা স্ত্রী কি এখনো যোগাযোগ রাখছেন তাঁরপ্রাক্তন প্রেমের সাথে কিংবা তাঁর প্রতি আগ্রহ প্রকাশকরছেন? এবং বিষয়টি কি আপনারমোটেও ভালো লাগছেনা? তাহলে এই ফিচারটি আপনার জন্যই। জেনে নিন এমনঅবস্থায় আনতে কী করবেন।১) প্রথমে নিশ্চিত হোন আসলেই যোগাযোগ করছেনকিনাকেবল সন্দেহের বশে কিছু করতেযাবেন না। আগেভালো করে খতিয়ে দেখুন যে আসলেই যোগাযোগকরছেন কিনা এবং কে আগে যোগাযোগ করেছেন।এমনও হতে পারে যে আপনার জীবনসঙ্গী আগ্রহী নন,অপর পাশ থেকেই অধিক আগ্রহ। তাই তিনি হয়তো ভদ্রতাকরে জবাব দিচ্ছেন। আবার এমনওহতে পারে যে আগবাড়িয়ে আপনার জীবন সঙ্গীই যোগাযোগ করেছেন।দুটি কিন্তু সম্পূর্ণ ভিন্ন পরিস্থিতি।২) যোগাযোগের মাধ্যমটি কী?কীভাবে যোগাযোগ হচ্ছে তাঁদের? কর্মক্ষেত্রে,ফোনে, ফেসবুকে বা অন্য কোন সোশ্যালনেটওয়ার্কিং সাইটে? নাকি দেখা হচ্ছে মুখোমুখি? তাঁদেরযোগাযোগের মাধ্যমটিই বলে দেবে সম্পর্কেরঘনিষ্ঠতা কিংবা আবারও প্রেমে জড়িয়েছেন কিনা তাঁরা।৩) লক্ষ্য করুন আপনাদের সম্পর্কে প্রভাবআপনি জানেন কি যোগাযোগ রাখছেন প্রাক্তন প্রেমেরসাথে, কিন্তু সেই কথা কি তিনিনিজেই আপনাকে বলেছেন বাআপনাকে জানিয়ে করেছেন যোগাযোগ? যোগাযোগহবার পর কি আপনাদের আন্তরিকতায় ভাঁটা পড়েছে? নাকি হুটকরে আপনার প্রতি বেড়ে গেছে তাঁর কেয়ার? দুটোইকিন্তু অশনি সংকেত!৪) অভিমান করে বসে না থেকে কথা বলুন সরাসরিহ্যাঁ, খুব অভিমান হচ্ছে আপনার। কষ্টও হচ্ছে খুব। কিন্তু মুখবুঝে বসে থাকলে সমাধান হবে না কিছুই। বরং কথা বলুনজীবন সঙ্গীর সাথে। কেন তিনি এমন করছেন, তাঁর আসলউদ্দেশ্য কী জানতে চান। আপনার যে বসিহয়তি খারাপলাগছে এবং আপনাদের দাম্পত্যের যে ক্ষতি হচ্ছে সেটিওবুঝিয়ে বলুন। তারপর সিদ্ধান্ত নিতে দিন তাঁকেই।৫) সেই মানুষটির সামনে নিজেকে ছোট করবেন নাজীবনসঙ্গীর প্রাক্তন প্রেমিক বা প্রেমিকার সাথেযোগাযোগ বা তাঁকে অনুরোধ করাআপনাদের জীবনথেকে সরে যাওয়ার জন্য, এই কাজটি করতে যাবেন নাভুলেও।৬) শাস্তি সরূপ নিজেকে একটু গুটিয়ে নিন, তবে সরেযাবেন নাকষ্ট পেয়েছেন, সেটা সঙ্গীকেবুঝতে দিন। ফিলকরতে দিন। কিন্তু তাই বলে নিজেকে সরিয়ে নেবেন না বাতাঁকে দূরেও ঠেলে দেবেন না।৭) মনকে শান্ত রাখুন, ঝগড়া বা রাগারাগি নয়যদি সত্যিই আপনার জীবনসঙ্গী আবারও তাঁর প্রাক্তনপ্রেমের প্রতি আগ্রহী হয়ে থাকেন এবং আপনার শতচেষ্টা সত্ত্বেও সরে আসতে রাজি নন, তাহলে ঝগড়া বারাগারাগি করে কী লাভ হবে বলুন? বরং উল্টো সমস্যা আরওবাড়বে। তাই মাথা ঠাণ্ডা রাখুন।৮) সহায়তা নিতে পারেন বড়দেরবাড়ির মুরুব্বি কারো সাথে আলোচনা করতে পারেন বিষয়টিনিয়ে। তাঁদের জীবন অভিজ্ঞতা আপনার চাইতে অনেকবেশী। দেখবেন একটা সমাধান হয়তো ঠিক বের হয়েআসবে।৯) শেষ সিদ্ধান্তটি আপনারযদি সব সিদ্ধান্ত বিফল হয়েইযায়, তবে এবার আপনার পালাসিদ্ধান্ত নেবার। জীবন আপনার, সম্পর্ক আপনার। নিজেকেসরিয়ে নিতে চান, নাকি এভাবেই রয়ে-সয়ে থাকতে চানসেটা নিজেই ভেবে ঠিক করুন। তবে হ্যাঁ, সম্পর্কে কিছুঅপরাধ ক্ষমা খরতে হয় না, তাহলে সেগুলো বারবারপেয়ে বসে।
Post Top Ad
Your Ad Spot
Sunday, June 4, 2017
Home
Fun amp; Lifestyle Menu
[লাইফ স্টাইল] জীবনসঙ্গী যোগাযোগ রাখছে প্রাক্তন প্রেমের সাথে, কী করবেন আপনি?
[লাইফ স্টাইল] জীবনসঙ্গী যোগাযোগ রাখছে প্রাক্তন প্রেমের সাথে, কী করবেন আপনি?
Tags
Fun amp; Lifestyle Menu#
Share This
About Raihanul Haque
Fun amp; Lifestyle Menu
Labels:
Fun amp; Lifestyle Menu
Post Top Ad
Your Ad Spot
Author Details
----