জি সিরিজের নতুন স্মার্টফোট জিআরথ্রি ২০১৭ নিয়ে এসেছে হুয়াওয়ে। দৃষ্টিনন্দন নকশার ফোনটির বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে কম আলোতে মনোমুগদ্ধকর ছবি তুলতে পারা এবং মধ্যমবাজেটে মাল্টিটাস্কিং সুবিধাসম্পন্ন স্মার্টফোন ব্যবহার।দ্রুতগতিতে কাজ করতে হ্যান্ডসেটটিতে ব্যবহার করা হয়েছে হুয়াওয়ের নিজস্ব হাইসিলিকন কিরিন ৬৫৫ চিপসেট, ২.১+১.৭ গিগাহার্টজের প্রসেসর। ৩ জিবি র্যামের এ ফোনে ১৬ জিবি অভ্যন্তরীণ মেমোরি ব্যবহার করা হয়েছে। এ ছাড়া ২৫৬ জিবি পর্যন্ত মাইক্রোএসডি কার্ড ব্যবহার করার সুযোগ রয়েছে ফোনটিতে।উল্লেখ্য, এতে আছে ফোরজি প্রযুক্তির সিম ব্যবহারের সুবিধা। নিরাপত্তার স্বার্থে এতে ব্যবহার করা হয়েছে উন্নতপ্রযুক্তির ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।৫.২ ইঞ্চির ডিসপ্লে-সমৃদ্ধ ফোনটিতে ফুল এইচডি রেজ্যুলেশনের স্ক্রিন ব্যবহার করা হয়েছে। কম আলোতে উন্নত ছবি তুলতে এতে ব্যবহার করা হয়েছে ১২ মেগাপিক্সেলের ব্যাক ও ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। অপারেটিং সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড নুগাট (৭.০)। এ ছাড়া হুয়াওয়ের নিজস্ব কাস্টমাইজড ইউজার ইন্টারফেস ইএমইউআই ৫.০ সংস্করণ ব্যবহার করা হয়েছে এতে।নন-রিমুভেবল লিথিয়াম পলিমার ৩০০০ মিলি-অ্যাম্পিয়ার ব্যাটারি-সংবলিত সেটটিতে আল্ট্রা পাওয়ার সেভিং মুডের সমন্বয়ে ইন্টেলিজেন্ট পাওয়ার সেভিং প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।সোনালি, সাদা ও কালো রং এ দেশের বাজারে পাওয়া যাবে হুয়াওয়ে জিআরথ্রি ২০১৭। হ্যান্ডসেট, হেডফোন, চার্জার ও ডাটা ক্যাবলসহ নতুন এ হ্যান্ডসেটটির দাম ১৯হাজার ৯০০ টাকা। যমুনা ফিউচার পার্ক ও বসুন্ধরা সিটি শপিংমলে অবস্থিত হুয়াওয়ে এক্সপিরিয়েন্স সেন্টারসহ দেশব্যাপী ৬৪ জেলার হুয়াওয়ে ব্র্যান্ড শপগুলোতে নতুন হ্যান্ডসেট দুটি ক্রয় করতে পারবেন ক্রেতারা।.Huawei, the new SmartPhotos of the G series, came with the Gerthree 2017. The distinctive feature of the typical design phone is to make beautiful photos in low light and use the multitasking smartphones in the middle budget.Huawei’s own hyacilicon kirin 655 chipset, 2.1 + 1.7 GHz processor has been used in handset to work faster. 3G GB RAM has 16 GB internal memory used in this phone. Besides, there is a chance to use MicroSD card up to 256 GB in the phone.Note that this includes the use of FourG technology SIM. Fingerprint sensor of advanced technology has been used for safety purposes.The 5.2-inch display-rich phone uses full HDresolution screen. It uses 12 megapixel back and 8 megapixel front camera to take advantage of low-light images. Android Nugat (7.0) has been used as an operating system. In addition, Huawei’s customized user interface has been using the EMUI 5.0 version.The non-removable lithium polymer 3000 ml-ampere battery-connected set utilizes the Intelligent Power Saving technology to include Ultra Power Saving Mood.Gold, white and black colors can be found in the market in the market of Huawei Gerithri 2017. The handset, headphones, charger and data cable, the new handset price is 19 thousand 900 Shoppers can purchase two new handsets at the Huawei brand shops in 64 districts nationwide, including Huawei Experience Center located in Jamuna Future Park and Bashundhara City Shopping Mall.
Post Top Ad
Your Ad Spot
Friday, June 16, 2017
হুয়াওয়ে নিয়ে আসল জি সিরিজের জিআরথ্রি ২০১৭ দেখুন বিস্তারিত
Tags
Android Mobile Tips#
Share This
About Raihanul Haque
Android Mobile Tips
Labels:
Android Mobile Tips
Post Top Ad
Your Ad Spot
Author Details
----