Breaking

Post Top Ad

Your Ad Spot

Monday, June 5, 2017

কম্পিউটারেও করুনঅ্যান্ড্রয়েডফোনের মতপ্যাটার্ন লক !

অ্যান্ড্রয়েড ফোনের প্যাটার্ন লকএরসাথে সবাই পরিচিত।সিকিউরিটি সিস্টেমে প্যাটার্নলকঅনেক গুরুত্বপূর্ণ।অ্যান্ড্রয়েড স্মার্টফোনের মতএবার আপনার কম্পিউটারেও করুনপ্যাটার্ন লক মাত্র ৮০০কেবি সফটওয়্যারদিয়ে ! আর স্বাদ নিন অ্যান্ড্রয়েডপ্যাটার্ন লক কম্পিউটারে !বেশি কথা বাড়াব না। চলে যাবসরাসরি আসল কথায়।প্রথমে ডাউনলোড করে নিন EusingMaze lockLock সফটওয়্যারটি মাত্র ৮০০ কেবি!ডাউনলোড হয়ে গেলে সেটাপ দিনসাধারণ সফটওয়্যারের মতই।ব্যাস, কম্পিউটারে প্যাটার্ন লকদেয়ারজন্য সফটওয়্যারটি সম্পূর্ণ প্রস্তুত।সফটওয়্যার সেটাপ দেয়া হল। এবারভাবছেন প্যাটার্ন করে দিবেনকিভাবে? হুম, এতদূর যখন বলেছি। তখনবাকি টুকুও বলছি। এবার শুনুন প্যাটার্নলককরবেন কিভাবে?উইন্ডোজ সিস্টেম ট্রে -তে থাকা এইসফটওয়্যার আইকনে ডান বাটন ক্লিককরে কনফিগার অপশন ক্লিককরে আপনি নতুন প্যাটার্ন লকদিতে পারবেন, আবার পুরাতনপ্যাটার্নলক বদলাতে পারবেন এবং এছাড়াওসববিষয়ে সেটিংস করতে পারবেন।সময়ের অভাবে বিসস্তারিতবর্ণনা করতে পারলাম না।তবে স্ক্রিনশটদিয়ে দিলাম। আশা রাখছি,আপনি সহজেই এই সেটিংসগুলো করে নিতে পারবেন।এবার ভাবছেন, প্যাটার্ন লকভুলে গেলে কিভাবে ঠিক করবেন?হুম,সমস্যা যত সমাধানও তত। প্যাটার্নভুলে যাবারসম্ভাবনা থাকলে আপনিBackup অপশনটি ব্যবহার করে এর ছবিওকম্পিউটারের কোন গোপনফোল্ডারে রেখে দিতে পারেন।

Post Top Ad

Your Ad Spot

Pages