Breaking

Post Top Ad

Your Ad Spot

Sunday, June 18, 2017

আপনার শুক্রানুর পরিমাণ কমতে পারে, কেন জানেন?

এই সাবধান বাণী পড়ে মনে হতে পারে, ক্যান্সারের বিধিবদ্ধ সতর্কীকরণকে ইঙ্গিত করা হচ্ছে৷ কিন্তু তেমনটা একেবারেই নয়৷ যে পুরুষেরা ধূমপান করেন তারা কিন্তু সাবধান৷ কারণ আপনার পৌরুষত্বের ওপর থাবা বসাতে পারে এই ধূমপান৷.একটি গবেষণা থেকে জানা যায়, শুক্রানুর মান ক্রমশ খারাপ হতে থাকে ধূমপানের ফলে৷ ক্ষতির সম্মুখীন হয় শুক্রানুর ডিএনএ৷ এখানেই শেষ নয়৷ পুরুষেরা মুখোমুখি হতে পারেন বন্ধ্যাত্বের মতো সমস্যারও৷ গবেষকরা জানান শুক্রানুর ৪২২রকমের প্রোটিনের উপস্থিতির কথা জানান৷ধূমপানের হার অনুযায়ী কমতে থাকে এই প্রোটিনের সংখ্যা৷ অনেকক্ষেত্রে নামমাত্র প্রোটিন অবশিষ্ট থাকে ধূমপায়ীদের শুক্রানুতে৷।তবে ক্যান্সার এবং এই নিম্নমানের শুক্রানুছাড়াও আরও বহু সমস্যায় পড়তে পারেনধূমপায়ীরা৷ তাই ধূমপান করুন ভেবে-চিন্তে৷

Post Top Ad

Your Ad Spot

Pages