Breaking

Post Top Ad

Your Ad Spot

Thursday, June 8, 2017

চুল পড়া বন্ধ করবে অ্যালোভেরা

চুল পড়ে যাচ্ছে’- এমন অভিযোগ পাওয়া যায় কমবেশি অনেকের কাছ থেকেই। খুশকি, আগা ফেটে যাওয়া, যত্নেরঅভাবসহ বিভিন্ন কারণে চুল পড়ে যেতে পারে। চুল পড়াবন্ধ করতে ব্যবহার করতে পারেন ভেষজ অ্যালোভেরার হেয়ার প্যাক। চুল পড়া বন্ধ করার পাশাপাশি চুলে উজ্জ্বলতা নিয়ে আসবে এটি।জেনে নিন কীভাবে অ্যালোভেরার হেয়ার প্যাক তৈরি ও ব্যবহারকরবেন-অ্যালোভেরা জেলঅ্যালোভেরা জেল সংগ্রহ করেচুল ও মাথার তালুতে লাগান। চক্রাকারে ম্যাসাজ করুন ৫মিনিট। গরম তোয়ালে দিয়ে চুল জড়িয়ে রাখুন ৩০ মিনিট। শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে কন্ডিশনার ব্যবহার করুন। চুলের খুশকি দূর করে চুল পড়া কমাবে এটি।অ্যালোভেরা, অলিভ অয়েল ও ভিটামিন ইএই হেয়ার প্যাকটি চুলের আগা ফাটা রোধে সাহায্য করবে। আধা কাপ অ্যালোভেরা জেলের সঙ্গে ২ টেবিল চামচ অলিভ অয়েল ও ১টি ভিটামিন ই ক্যাপসুলের জেল মেশান। মিশ্রণটি মৃদু আঁচে গরম করে নিন। ঠাণ্ডা হলে তুলার বল ভিজিয়ে মাথার তালু ও চুলে লাগান। চুল হালকা করে খোঁপা করে শাওয়ার ক্যাপ পরে নিন। ৪০ মিনিট পর মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন চুল।অ্যালোভেরা ও লেবুর রসচুলের অতিরিক্ত তেল দূর করে অ্যালোভেরা ও লেবুর হেয়ার প্যাক। ১ টেবিলচামচ অ্যালোভেরা জেলের সঙ্গে ২ টেবিল চামচ লেবুর রস মেশান। ভেজা চুলে ও মাথার ত্বকে মিশ্রণটি লাগান। ১৫ মিনিট পর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।অ্যালোভেরা, পেঁয়াজের রস ওনারিকেল তেল১ টেবিল চামচ অ্যালোভেরা জেলের সঙ্গে ১ টেবিল চামচ পেঁয়াজের রস ওআধা কাপ নারিকেল তেল মেশান। মৃদু আঁচে ১৫ মিনিট গরম করুন মিশ্রণটি। ভেজা চুলে চক্রাকারে ম্যাসাজ করুন এটি। সারারাত রেখে পরদিন মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন চুল। এটিচুল পড়া কমানোর পাশাপাশি বাড়াবে চুলের বৃদ্ধি।অ্যালোভেরা, ডিম ও দইভেঙে যাওয়া বিবর্ণ চুলের জন্য খুবই কার্যকর এই হেয়ার প্যাক। একটি পাত্রে ডিমের সাদা অংশনিন। ১ টেবিল চামচ দই ও ১ টেবিল চামচ অ্যালোভেরা জেল মেশান। মিশ্রণটি ভালো করে ফেটান। চুলসামান্য ভিজিয়ে হেয়ার প্যাকটি লাগান। ৪০ মিনিট পর মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন চুল। সপ্তাহে দুইবার ব্যবহার করুন এটি।

Post Top Ad

Your Ad Spot

Pages