Breaking

Post Top Ad

Your Ad Spot

Friday, June 9, 2017

দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ পড়া কতটুকু জরুরি?

মুসলমান হিসেবে দৈনিক পাঁচ ওয়াক্তনামাজ পড়া একান্ত জরুরি। নামাজ আপনার মানসিক প্রশান্তি বৃদ্ধি করবে। নামাজ পড়লে আপনার মন ভাল থাকবে এবং ভাল কাজ করার আগ্রহ তৈরী হবে। নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ের জন্য আপনার মনসংযোগ বাড়াতে হবে। আজ থেকেই নামাজ পড়া শুরু করুন দেখবেন.. নিয়মিত হতে বেশি দেরি লাগবে না।নামাজ পড়ার উপকারিতাঃ● স্বাস্থ্য ভালো থাকে..● হারাম সব কিছু থেকে দূরে থাকা যায়..● রোগ মুক্ত থাকা যায়..● মন দৃঢ় হয়..● চেহারার উজ্জলতা বাড়ে..● আত্মার শান্তি পাওয়া যায়..● আলসেমি কাটে..● দেহের শক্তি বাড়ে..● মন ঠাণ্ডা রাখে..● শয়তান হতে দূরে রাখে..● বিপদ- আপদ হতে রক্ষা পাওয়া যায়..● বেহেশতে যাবার একমাত্র পথই নামাজ..সবচেয়ে বড় ব্যাপারটা হল নামাজের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করা যায

Post Top Ad

Your Ad Spot

Pages