প্রতিষ্ঠানের স্পর্শকাতর ঢু মারাআপনার এখতিয়ারের মধ্যেথাকলে ভিন্ন কথা। কিন্তু নাথাকলেও প্রতিষ্ঠানেরস্পর্শকাতর তথ্য যেখানে রাখাহয়, অফিসের কম্পিউটারে বসেসেখানে ঢু মারার চেষ্টাসন্দেহের জন্ম দেয়। অধিকারথাকলেও তথ্যভাণ্ডারে ঘন ঘনপ্রবেশ আপনার নিরপেক্ষঅবস্থানকে কলুষিত করতে পারে।তাই নিরাপত্তাবেষ্টিতস্থানগুলোতে সাবধানে পাফেলতে হবে।আপত্তিকর ওয়েবসাইটএটা বলে বোঝানোর প্রয়োজননেই। অফিসের কম্পিউটারে বসযে কাজ করবেন, তা নজরদারিতেথাকতে পারে। তাই রাজনৈতিক,পর্ণ বা আপত্তিকর যেকোনোসাইট ঘাঁটাঘাঁটি করার আগেদ্বিতীয়বার ভেবে দেখা উচিত।সামান্য ভুলে কর্মী হিসেবেআপনার কুরুচিপূর্ণ মনোভাবেরপরিচয় প্রকাশ পেতে পারে।ব্যক্তিগত কাজযদি আপনি গোপনে অন্য কোনোপার্টটাইম চাকরি বা ব্যবসাপরিচালনা করে থাকেন, তানিয়ে ব্যস্ততা অফিস মেনে নেবেনা। তাই মূল চাকরির পাশাপাশিঅন্য কিছু থাকলে তা নিয়েঅফিসে বসে ঘাঁটাঘাঁটি করতেনেই। এতে কর্তৃপক্ষ আপত্তি তুলতেপারে। আর সে আপত্তিরবিপরীতে আপনি যৌক্তিকব্যাখ্যা দাঁড় করাতে পারবেন না।চাকরি খোঁজানতুন কোনো চাকরি খুঁজতেইপারেন। কিন্তু এ কাজটি অফিসেবসে না করাই ভালো। বিশেষকরে যদি আপনার প্রতিষ্ঠানেরপ্রতিযোগী প্রতিষ্ঠানগুলোতেচাকরি খোঁজার পাঁয়তারা করেন,তবে তা গ্রহণযোগ্য নয়।খুব বেশি এলোমেলো সার্চিংসাধারণভাবে এলোমেলো প্রচুরসার্চ করার কাজটিও অফিসভালো চোখে দেখে না। আসলেঅফিসে আপনারদায়িত্বসংশ্লিষ্ট কোনো তথ্যখোঁজার কাজটি স্বাভাবিক।কিন্তু যখন যা ইচ্ছা সার্চ দেওয়ারমাধ্যমে আপনি প্রমাণ করছেন,অযথাই ইন্টারনেটে সার্চিংকরেন আপনি। এ কাজ করতেনিশ্চয়ই বসেননি চেয়ারে। তাইইন্টারনেটে সার্চ করতেও দরকারসচেতনতা।
Post Top Ad
Your Ad Spot
Sunday, June 18, 2017
যে কাজগুলো অফিসেরকম্পিউটারে করা যাবে না,
Tags
Fun amp; Lifestyle Menu#
Share This
About Raihanul Haque
Fun amp; Lifestyle Menu
Labels:
Fun amp; Lifestyle Menu
Post Top Ad
Your Ad Spot
Author Details
----