সবাই পড়বেন প্লিজ! সবারেই জানার প্রয়োজন অাছে!
৪৭টি কবিরা গুনা,,
.
১. শিরক করা ৷
২. মানুষ হত্যা করা ৷
৩. জাদুটোনা করা ৷
৪. নামাজে অবহেলা করা ৷
৫. যাকাত না দেয়া ৷
৬. বিনা ওজরে রমজানের রোযা ভঙ্গ
করা ৷
৭. সামর্থ্য থাকা সত্যেও হজ্ব না করা ৷
৮. পিতা-মাতার অবাধ্য হওয়া ৷
৯. রক্ত সম্পর্কীয় আত্মীয়তা ছিন্ন করা ৷
১০. যিনা-ব্যভিচার করা ৷
১১. লাওয়াতাত বা সমকামিতা করা ৷
১২. সুদের আদান-প্রদান ৷
১৩. ইয়াতিমের মাল আত্মসাত
করা এবং তাদের ওপর জুলুম করা ৷
১৪. আল্লাহ ও রাসূলের
প্রতি মিথ্যারোপ করা ৷
১৫. ধর্মযুদ্ধের ময়দান থেকে পলায়ন ৷
১৬. শাসক কর্তৃক জনগণের ওপর জুলুম ৷
১৭. গর্ব-অহংকার।
১৮. মিথ্যা সাক্ষ্য দেয়া।
১৯. মদ্যপান।
২০. জুয়া খেলা৷ল।
২১. সতী-
সাধ্বী নারীকে ব্যভিচারের অপবাদ
দেয়া।
২২. গনীমতের মাল আত্মসাত্ করা।
২৩. চুরি করা।
২৪. ডাকাতি করা।
২৫. মিথ্যা শপথ করা ও আল্লাহ
ছাড়া অন্য কারো নামে শপথ করা।
২৬. জুলুম বা অত্যাচার করা।
২৭. জোরপূর্বক চাঁদা আদায় করা।
২৮. হারাম খাওয়া ও যেকোন হারাম
পন্থায় সম্পদ উপার্জন ও ভোগদখল করা।
২৯. আত্মহত্যা করা।
৩০. কথায় কথায় মিথ্যা বলা।
৩১. বিচারকার্যে দুর্নীতির আশ্রয়
নেয়া।
৩২. ঘুষ খাওয়া।
৩৩. পোশাক-পরিচ্ছদে নারী- পুরুষের
সাদৃশ্যপূর্ণ বেশভূষা।
৩৪. নিজ পরিবারের
মধ্যে অশ্লীলতা ও
পাপাচারের প্রশ্রয়দান।
৩৫.
তালাকপ্রাপ্তা মহিলাকে চুক্তিভিত্তিক
হিলা বিয়ে করা।
৩৬. প্রস্রাব থেকে পবিত্র না থাকা।
৩৭. রিয়া বা লোক দেখানোর
উদ্দেশ্যে সৎ কাজ করা।
৩৮. দুনিয়াবী উদ্দেশ্যে ইলম বা জ্ঞান
অর্জন করা এবং সত্য গোপন করা।
৩৯. আমানতের খেয়ানত
বা বিশ্বাসঘাতকতা।
৪০. দান-খয়রাতের খোটা দেয়া।
৪১. তকদিরকে অবিশ্বাস করা।
৪২. কান পেতে অন্য লোকের গোপন
কথা শোনা।
৪৩. চোগলখুরি করা৷দ।
৪৪. বিনা অপরাধে কোন
মুসলমানকে অভিশাপ ও গালি দেয়া।
৪৫.ওয়াদা খেলাফ করা।
৪৬. গণকের কথায় বিশ্বাস করা।
৪৭. স্বামীর অবাধ্য হওয়।
Post Top Ad
Your Ad Spot
Sunday, June 18, 2017
সবারেই জানার প্রয়োজন অাছে! ৪৭টি কবিরা গুনা
Tags
Islamic Story amp; Hadis#
Share This
About Raihanul Haque
Islamic Story amp; Hadis
Labels:
Islamic Story amp; Hadis
Post Top Ad
Your Ad Spot
Author Details
----