হাদীস অনুসারে লাইলাতুল ক্বদর বা ক্বদরের রাতের বেশ কিছু আলামত রয়েছেযা তাকে অন্যান্য রাত থেকে আলাদা করে।আলামতগুলো হল :রাতটি গভীর অন্ধকারে ছেয়ে যাবে না।রাতটি নাতিশীতোষ্ণ হবে, অর্থাৎ গরম বা শীতের তীব্রতা থাকবে না।রাতটিতে মৃদুমন্দ বাতাস প্রবাহিত হতে থাকবে।সে রাতে ইবাদত করে মানুষ অপেক্ষাকৃত অধিক তৃপ্তিবোধ করবে।কোন ঈমানদার ব্যক্তিকে আল্লাহ স্বপ্নে হয়তো রাতটি সম্পর্কে জানিয়েও দিতে পারেন।ঐ রাতে বৃষ্টি বর্ষণ হতে পারে।সকালে হালকা আলোকরশ্মিসহ সূর্যোদয় হবে, যা হবে পূর্ণিমার চাঁদের মত।(সহীহ ইবনু খুযাইমাহ : ২১৯০ ; বুখারী : ২০২১ ; মুসলিম : ৭৬২)আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন, নাবী ﷺ রমযানের শেষ দশ দিনে ইতিকাফ করতেন এবং বলতেন, “তোমরা রমযানের শেষ দশ দিনে শবে ক্বদর অনুসন্ধান কর।” (রিয়াদুস স্বালেহীন ১১৯৯। সহীহুল বুখারী ২০২০, ২০১৭, মুসলিম ১১৬৯)
Post Top Ad
Your Ad Spot
Saturday, June 17, 2017
লাইলাতুল ক্বদর কোন রাতটি হবে তা বোঝার উপায়
Tags
Islamic Story amp; Hadis#
Share This
About Raihanul Haque
Islamic Story amp; Hadis
Labels:
Islamic Story amp; Hadis
Post Top Ad
Your Ad Spot
Author Details
----