এবার সাব-টাইটেল সুবিধা নিয়ে আসার ঘোষণা দিল ফেসবুক কর্তৃপক্ষ। যারা শুনতে পান না তাদের সুবিধার্থেই ফেসবুকের এই উদ্যোগ। এমনটাই জানিয়েছে,যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদমাধ্যম ইউএসটুডে।ফেসবুক কর্তৃপক্ষ মনে করছে, এই সুবিধার ফলে যারা কানে কম শোনেন বা শুনতে পারেন না তারা উপকৃত হবেন। এ বিষয়ে ফেসবুকের অ্যাক্সিবিলিটি বিভাগের প্রধান জেফারি উইলান্ড বলেন, এটি বধিরদের জন্য আসলেই অনেক উপকারে আসবে। আমরা এটি নিয়ে আরো কাজ করব।এ ব্যাপারে ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, সব ভিডিও’র ক্ষেত্রে এ সুবিধা পাওয়া যাবে না। ধারণা করা হচ্ছে ফেসবুক ফ্যান পেজে প্রকাশ করা ভিডিও ভিউয়াররা এই সুবিধা পাবেন। আর এজন্য তাদের প্রথমে এই সুবিধাটি চালু করতে হবে।প্রসঙ্গত, বিশ্বের মোট জনসংখ্যার ৫ শতাংশের অধিক লোক অর্থ্যাৎ ৩৬০ মিলিয়নমানুষ কানে শোনেন না কিংবা কম শোনেন। এর মধ্যে যুক্তরাষ্ট্রেই এ ধরনের লোকের সংখ্যা ৩০ মিলিয়নের মতো।.সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এ কামনা নিয়ে আগামি পোষ্ট দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ.The Facebook Authority announced the launch of the sub-title. The Facebook initiative is not only for those who do not listen. It has been said, in the US-based press USTaud.Facebook authorities believe that this benefit will benefit people who do not listenor hear less. Jeffrey Wiland, head of Facebook’s Disability Division, said that it would really be of great help to the deaf. We’ll do more with it.In this regard, Facebook authorities have said that this video will not be available for all videos. The idea is that the video viewers, published on Facebook fan page, will get the benefit. And for this, they have to start this facility first.In fact, more than 5 percent of the population in the world means 360 million people do not listen or hear less. Of these, the number of such people in the United States is 30 million..All of us are happy to stay alive and invite them to see the next post. Allah Hafiz
Post Top Ad
Your Ad Spot
Friday, June 16, 2017
ফেসবুক আনতেছে লাইভে সাব-টাইটেল সুবিধা মজাহবে আরো
Tags
Facebook Tips amp; Tricks#
Share This
About Raihanul Haque
Facebook Tips amp; Tricks
Labels:
Facebook Tips amp; Tricks
Post Top Ad
Your Ad Spot
Author Details
----