Breaking

Post Top Ad

Your Ad Spot

Sunday, June 18, 2017

মেয়েদের প্রেমের প্রস্তাব দেয়ার ১২ টি উপায়

১. ব্ল্যাকমেইল স্টাইলঃআমি তোমাকে ভালবাসি। তুমি হ্যাঁ বললে তো ভালো। কিন্তু না বললে তখন অন্য মেয়ে খুঁজতে হবে। আর সেটা তোমার বোন ও হতে পারে !!২. ডাইরেক্ট স্টাইলঃশোনো মেয়ে, আমি কোনো রকম ভূমিকা-টূমিকা না করে একেবারে সোজাসুজিভাবে তোমাকে একটা কথা বলে দিতে চাই। আমি তোমাকে ভালোবাসি।৩. মাস্তানি স্টাইলঃওই মাইয়া, ভালবাসা দিবি কি-না, বল!(চাকু/বন্দুক দেখিয়ে)৪. যুক্তিবাদী স্টাইলঃআমি তোমার ছোট ভাইকে ভালোবাসি। তোমার ছোট ভাই তোমাকেভালোবাসে। অতএব, যুক্তিবিদ্যার নিয়মে কি হয়? বাকিটা তুমিই বল !!৫. চালাক স্টাইলঃতুমি কি জানো, আমাদের জাতীয় সংগীতের দ্বিতীয় লাইন টা কি??৬. রসিক স্টাইলঃExcuse me! আমি তোমাকে প্রপোজ করতে চাই। please অনুমতি দাও।৭. হিজড়া স্টাইলঃএই দুষ্টু মেয়ে। তুমি এ কি জাদু করলা? তোমাকে দেখলে আমার হার্টবিট বেড়ে যায়। আবার তোমাকে না দেখলে অস্তিরতায় মরে যাই। তুমি কি জানো? আমি তোমাকে অনেননননননননন….ক ভালোবাসি।৮. ডিজুস স্টাইলঃHi, sweet heart, how r u?Guess what? Yah! Baby! Right. Yo! Yo! I Love You!৯. অনুভূতিহীন স্টাইলঃতোমাকে আমার খুব পছন্দ হয়েছে। এখন তুমি আমাকে পছন্দ না করলেও আমি পাঁচতলা থেকে লাফ দিবো না, বিষ খেয়েও মরবো না। যদি আমাকেতোমার পছন্দ হয়, তাহলে বল।১০. গায়ক স্টাইলঃগানের গলা ভালো হলে একটা গান গেয়ে বলতে পারেন… “এত ভেবে কি হবে? ভেবে কি করেছে কে কবে? ভাবছি নাআর, যা হবে হবার। এত দিন বলিনি, তুমি জানতো আমি এমনি…… ভালবাসি !!”১১. দেবদাস স্টাইলঃকেউ আমাকে ভালবাসে না। এ জীবন আমি রাখবনা। তোমার কাছে বিষহবে? আমায় বিষ দাও। আমায় বিষ দাও। (কান্নায় ভেঙ্গে পড়ুন)১২. কাব্যিক স্টাইলঃকবি কবি ভাব থাকলে ২ লাইন কবিতার মাধ্যমে প্রপোজ করতে পারেন !! আশা করি এই টুকলিফাই এর যুগে কবিতার অভাব হবে না!!

Post Top Ad

Your Ad Spot

Pages