Breaking

Post Top Ad

Your Ad Spot

Sunday, June 4, 2017

[বিউটি টিপস] ত্বক বুঝে সঠিক সাবান ব্যবহার করুন

শরীর পরিষ্কার রাখা ও সু-স্বাস্থ্যের জন্য শুধু পানিদিয়ে ধুলেই ত্বক পরিষ্কার রাখা সম্ভব নয়। সাবানদিয়ে ত্বক পরিষ্কার করলে ত্বকের ময়লা, ধূলা ওতৈলাক্ত ভাব দূর হয়। কিন্তু বিভিন্ন রকমের সাবানরয়েছে। আর এমন সাবান দিয়ে ত্বক পরিষ্কারকরতে হবে, যা ত্বককে শুষ্ক করবে না এবংত্বকের স্বাভাবিক মসৃণতা বজায় থাকবে।➥ ময়েশ্চারাইজিং সাবান : এ ধরনের সাবানত্বককেআর্দ্র করে। শুষ্ক ত্বকের জন্য বিশেষ করেএ ধরনের সাবান প্রয়োজন। এ ধরনের সাবানেতেলের পরিমাণ বেশি থাকে। যেমন- ক্রিম,কোকো বাটার, নিউট্রাল ফ্যাট, ল্যানোলিন ইত্যাদিথাকে। সাবানের ক্ষারীয় ভাবের জন্য ত্বক শুষ্কও খসখসে হয় তাই ময়েশ্চারাইজিং সাবানে ক্ষার কমথাকে এবং নিউট্রাল হয় এ ধরনের সাবানগুলো।➥ স্বচ্ছ সাবান : গ্লিসারিনযুক্ত সাবানগুলো স্বচ্ছ হয়।সংবেদনশীল তৈলাক্ত ত্বকের জন্যগ্লিসারিনযুক্ত স্বচ্ছ সাবান খুব ভালো।➥ ডিওডরেন্ট সাবান, গন্ধহারী বা গন্ধনাশক সাবান : এধরনের সাবানে ব্যাকটেরিয়ানাশক উপাদান থাকে। এরফলে এ সাবান শরীরের গন্ধ দূর করে। মুখেরত্বকে অবশ্য এ সাবান ব্যবহার করা যায় না। তবেঘামের গন্ধ দূর করার জন্য ডিওডরেন্ট সাবান বেশউপকারী।➥ ভেষজ ঔষধিযুক্ত সাবান : ত্বক বিশেষজ্ঞরামেডিকেটেড সাবান ব্যবহার করতে উৎসাহীকরেন না। তবে প্রয়োজনে মেডিকেটেডসাবান ব্যবহার করলেও তা দীর্ঘ দিনের জন্যব্যবহার করবেন না।টানা দুই মাসের বেশি এ ধরনের সাবান ব্যবহার না করাইভালো।➥ তরল সাবান : সাবানের আধুনিক সংস্করণ তরল সাবান বাবাম জেল। তরল সাবানগুলো ত্বকের উপযোগীকরে তৈরি করা হয় এবং অন্যান্য সাবানের চেয়েভালো। এ ধরনের সাবানে ক্ষারীয় ভাব কম থাকেও নিউট্রাল থাকে বলে ত্বককে শুষ্ক করে না।একজন ব্যক্তির দিনে দুইবার গোসল করারপ্রয়োজন। আমাদের দেশের আবহাওয়া অনুযায়ীএটাই স্বাস্থ্যসম্মত।সকাল-সন্ধ্যায় গোসল করা ভালো। সন্ধ্যায় ঈষদুষ্ণপানি ও সাবান ব্যবহার করে গোসল করতে হবে।আর সকালে গোসলের সময় শরীরেরভাঁজগুলোতে সাবান মেখে ধুয়ে নিলে ময়লা দূরহবে।ত্বকের ধরন অনুযায়ী সাবান বেছে নিতে হবেএবং ঋতু অনুযায়ী সাবানও পরিবর্তন করা প্রয়োজন।এ ছাড়া বয়সের সাথে সাথে ত্বকের পরিবর্তন হয়কিংবা গর্ভকালীন ত্বকের পরিবর্তনের কারণেসাবানের যথাযথ পরিবর্তনও প্রয়োজন।ত্বকবিশেষজ্ঞের পরামর্শ ছাড়া ব্যাকটেরিয়ানাশক ওমেডিকেটেড সাবান মুখে ব্যবহার করা ঠিক নয়।আরেকটা কথা মনে রাখবেন, ত্বকে সাবানব্যবহারের পর পানি দিয়ে ভালো করে ধোবেন।ত্বকে সাবানের অবশিষ্ট অংশ লেগে থাকলেত্বকের ক্ষতি হতে পারে।

Post Top Ad

Your Ad Spot

Pages