Breaking

Post Top Ad

Your Ad Spot

Thursday, June 22, 2017

এই ১০ টি টিপস আপনার জীবনকে করে তুলবে আরো সহজ।

যে কাজগুলো আমাদের শেখানো হয় আমরা সেই কাজে অভ্যস্ত হয়ে পড়ি। আমরা ভাবতেও পারি না এই কাজগুলো সহজ কিছু উপায়েও করা সম্ভব। এটি রান্না এবং গৃহস্থলি কাজের ক্ষেত্রেও প্রযোজ্য। রান্নার কাজকে সহজ করে তোলা সম্ভব কিছু কৌশলে। যেমন থালা বাসন থেকে পেঁয়াজ বা রসুন কিংবা অন্য যেকোনো কিছুর তীব্র গন্ধ দূর করতে চাইলে ব্যবহার করুন ভিনেগার এবং পানি। দেখবেন দুর্গন্ধ একদম দূর হয়ে গেছে। এমনি কিছু উপায় জেনে নিন।১। স্যুপের অতিরিক্ত লবণস্যুপে অতিরিক্ত লবণ হয়ে গেলে তা দূর করার অনেকগুলো উপায় রয়েছে। তবে সবচেয়ে সহজ উপায়টি হলো একটি টেবিল চামচে সুগার কিউব দিয়ে তা প্যানের ভেতর দিয়ে দেওয়া। চিনির কিউব গলা শুরু করলে চামচটি তুলে ফেলুন। এবার লবণ দেখুন যদি না কমে যায় তবে আরেকটিসুগার কিউব দিয়ে দিন।২। স্টেক তৈরিতেআপনি যদি নরম রসালো স্টেক তৈরি করতে চান তবে গরুর মাংসে কিছুটা মেয়নিজ মাখিয়ে মেরিনেইট করে রাখুন।তারপর স্টেক রান্না করুন।৩। খাবারের স্বাদ ধরে রাখাখাবারের স্বাদ ধরে রাখার সহজ এবং কার্যকরী একটি উপায় এটি। গরম খাবার পরিবেশন করার আগে প্লেট হালকা গরম করে নিন। আর ঠান্ডা খাবার পরিবেশন করুন ঠান্ডা প্লেটে। এতে খাবারের স্বাদ এবং গন্ধ অটুট থাকবে।৪। ডিমের কুসুম আলাদাঅনেক সময় রান্নার প্রয়োজনে ডিম থেকে কুসুম আলাদা করার প্রয়োজন পড়ে। একটি খালি পানির বোতল নিন। এটিভাঙ্গা ডিমের কুসুমের উপর রাখুন। এবার বোতলটি টান দিন। দেখেবন বোতলের ভিতরে কুসুম চলে এসেছে।৫। ম্যাশড পটেটোম্যাশড পটেটো তৈরিতে অনেকে ঠান্ডা দুধ মেশান। এটি আলুর মিশ্রণকে কিছুটা গ্রে করে তোলে। ভালো ম্যাশড পটেটো তৈরি করতে চাইলে এতে কিছুটা ফুটে আসা দুধ ব্যবহার করতে পারেন।৬। আইস কিউবমজাদার আইস কিউব তৈরি করে নিতে পারেন খুব সহজে। পুদিনা পাতা, ধনেপাতা, লেবুর খোসা কিংবা যেকোনো হার্ব কুচি করে সাথে অলিভ অয়েল মিশিয়ে নিন। এই মিশ্রণটি বরফের ছাঁচে ঢেলে রাখুন। এছাড়া পানির মাঝে পছন্দের হার্ব দিয়েও তৈরি করে নিতে পারেন আইস কিউব।৭। সবজি সংরক্ষণব্রকলি, ফুলকপি, সেলেরিইত্যাদি সবজি দীর্ঘদিন সংরক্ষণ করতে পারবেনফয়েল পেপারের সাহায্যে।৮। বেঁচে যাওয়া পাউরুটিবেঁচে যাওয়া পাউরুটি দিয়ে নানান খাবার তৈরি করা সম্ভব। তবে সবচেয়ে সহজ উপায়টি হলো চিজ ব্রেড। পনির এবং পাউরুটি দিয়ে খুব সহজে এটি তৈরি করতে পারবেন।৯। বেক করা খাবার

Post Top Ad

Your Ad Spot

Pages