Breaking

Post Top Ad

Your Ad Spot

Friday, June 23, 2017

বিবাহিত জিবনে কোন ৩য় ব্যক্তি প্রবেশ করছে না তো

কোন সম্পর্কই একেবারে নিখুঁত নয়।সম্পর্কে ভাঙ্গা-গড়া থাকে, সমস্যাথাকে। কিন্তু আবার এইসব সমস্যাকেদু’জন মিলে পার করেই দাঁড়িয়ে থাকেবিয়ে, টিকে থাকে সংসার। এজন্যইসবসময় ঝগড়া করতে থাকা জুটিকে আমরাপরমুহূর্তেই হাসতে দেখি। কিন্তু কিছুসমস্যা থাকে এমন গুরুতর যা বিনাশ ঘটাতেপারে আপনার সম্পর্কের। যেমনআপনাদের দুজনের মাঝে ৩য় কোনব্যক্তির প্রবেশ।স্বামী স্ত্রী উভয়ের দিক থেকেইএই সমস্যা হতে পারে। কীভাবেএড়িয়ে যাবেন আর টিকিয়ে রাখবেননিজেদের অটুট প্রেম? আসুনজেনে নিই-গুরুত্বের পার্থক্য বুঝুনআপনার জীবনসঙ্গী আপনারজীবনের অনেকটা অংশ জুড়েআছে। তিনি আপনার সুখ-দুঃখের সঙ্গী।অন্য যে কেউ আপনার জীবনেআসুক না কেন তার প্রতি হয়ত সাময়িক ভাললাগা তৈরি হয়েছে আপনার। কিন্তুআপনাকে বুঝতে হবে আপনারজীবনে বেশী গুরুত্বপূর্ণ কোনমানুষটি! আপনার স্ত্রী বা স্বামীরচেয়ে ৩য় কেউ গুরুত্বপূর্ণ হতেপারে না। আপনি যদি এই বিষয়টি খেয়াল নাকরেন তাহলে অচিরেই ভাঙবে আপনারসংসার।প্রেমে জড়িয়ে পড়বেন নাআপনি যখন একজন বিবাহিত নারী বা পুরুষতখন আপনাকে নিজের দায়িত্বের প্রতিযত্নশীল হতে হবে। আপনি চাইলেইআবার প্রেমের সম্পর্কে জড়িয়েপড়তে পারেন না। কাজেরপ্রয়োজনে বিপরীত লিঙ্গেরঅনেকের সাথেই আপনার বন্ধুত্বহতে পারে। কিন্তু আপনাকে সচেতনথাকতে হবে, নিজের আবেগকেনিয়ন্ত্রণে রাখতে হবে।বিবাহিত জীবনকে উপভোগ করুনবিয়ের সম্পর্কটি সবসময়ই যত্নেরপ্রত্যাশী। একটা গাছের চারাকে যেমনসবসময় পানি দিয়ে, আলো দিয়েবাঁচিয়ে রাখতে হয়, তবেই সে ফুলদেয়, ফল দেয় আর অযত্ন করলেকিছুদিনের মাঝেই মূর্ছা যায়, দাম্পত্যওতেমনি। সবসময় নিজেদেরসম্পর্ককে সজীব রাখুন। পরস্পরকেভালোবাসি বলুন, উপহার দিন, আবেগ-অনুভুতির মূল্য দিন। জীবনের প্রতিটিকাজে যৌথতা বজায় রাখুন।নতুন মানুষটির লক্ষ্য-উদ্দেশ্য খেয়ালকরুনআপনি হয়ত কোনভাবেই সম্পর্কে ৩য়ব্যক্তির প্রবেশ চান না। এ ব্যাপারেআপনি খুবই সচেতন। সচেতনতার অংশহিসেবেই নতুন কারও সাথে বন্ধুত্ব বাঘনিষ্ঠতা তৈরির সময় তার লক্ষ্য-উদ্দেশ্যখেয়াল করুন। তার মনে আপনার ঘর ভাঙারউদ্দেশ্য দানা বাঁধতে পারে।গোপন কথা রাখুন গোপননিজের ঘরের কথা কখনো বাইরেবলবেন না। আপনার বন্ধু বা সহকর্মীএক কথায় বাইরের লোক। তাদেরকাউকে দাম্পত্য জীবনের কোনসমস্যার সাথে যুক্ত করবেন না। দাম্পত্যকলহ বা অন্যান্য সমস্যা যদি নেহায়েতইনিয়ন্ত্রণের বাইরে চলে যায় তাহলেএকজন অভিজ্ঞ কাউন্সিলর বাথেরাপিস্টের স্মরণাপন্ন হোন।তাদের পরামর্শ আপনাদের সম্পর্ককেআবার প্রেমময় জায়গায় নিয়ে যাবে।কিন্তু ৩য় ব্যক্তি কখনো কোন সমাধানদিতে পারবেন না বরং সমস্যা আরওবাড়াতে পারেন।নিজেদের প্রতি মনোযোগীহোনএকটা কথা সবসময় মনে রাখবেন,আপনাদের সম্পর্ক যদি পরস্পরেরপ্রতি শ্রাদ্ধাশীল এবং আস্থাশীল হয়তাহলে ৩য় কোন ব্যক্তি চাইলেওএখানে চির ধরাতে পারবেন না।আপনাদের মাঝে ভালোবাসা এবংবোঝাপড়ার যদি কোন কমতি না থাকেতাহলে আপনিও সেটা বাইরে খুঁজতেযাবেন না। তাই সবচেয়ে জরুরি হল,ভালোবাসার মানুষটির দিকে নজর দেওয়া।সে কী চায়, তার মানসিক এবং শারীরিকসকল চাহিদা আপনি মেটাতে পারছেন কিনাখেয়াল করুন। একসাথে অনেক সময়কাটান। সময়ের চেয়ে বড় উপহার আরকিছু হতে পারে না।

Post Top Ad

Your Ad Spot

Pages