Breaking

Post Top Ad

Your Ad Spot

Friday, June 23, 2017

৪০ বছর আগের কম্পিউটার, দাম আড়াই কোটি টাকা দেখেনিন অবাক করা কান্ড।

ব্র্যান্ড নেম Apple। নতুন কোনওIPhone বেরোলে তাকেনার জন্যে বিশ্বের উন্মাদনাথাকে চরমে। কিন্তু এমন কিছু মানুষওআছেন, যাঁরা পুরনো জিনিসের জন্যেজলের মতো টাকা খরচ করতে পারেন।নিউ ইয়র্ক শহরের ক্রিস্টিজ-এনিলামে উঠেছিল স্টিভ জোবস-এরতৈরি করা ৪০ বছর পুরনো অ্যাপেল ১কমপিউটার। বিক্রি হল ৩ লাখ ৫৫হাজার ৫০০ ডলারে। ভারতীয় মুদ্রায়যার মূল্য প্রায় আড়াই কোটি টাকা।১৯৭৬ সালে যে ৬৬টি কমপিউটারস্টিভ জোবস এবং স্টিভ ওজনিয়াকনিজের হাতে তৈরি করেছিলেন,এটি তারই অন্যতম। এটিই ছিলঅ্যাপেলের প্রথম পার্সোনালকমপিউটার অ্যাসেম্বলডমাদারবোর্ড সহ।Byte Shop-এ ৫০টি কমপিউটারের বরাতপান জোবস এবং ওজনিয়াক। জোবসেরবাড়ি বসে রাত দিন এক করে তাঁরাকমপিউটারগুলি তৈরি করেন। শুরুতেএই মডেলটির দাম ছিল ৬৬৬.৬৬মার্কিন ডলার।-এই সময়

Post Top Ad

Your Ad Spot

Pages