১৯৯৭সালেমনতাজুররহমান আকবরপরিচালিত‘কুলি’ ছবিতে অভিষেক সাদিকাপারভিন পপির। অভিনয় নৈপুণ্য দিয়েতিনি সবার চোখে পড়ে গেলেন।এরপর কত ছবির যে নায়িকা হয়েছেনপপি!বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতেচাহিদার শীর্ষে ছিলেন দীর্ঘদিন।বেশ পরিশ্রমী এই অভিনেত্রী তারঅভিনয়ের যাদুতে আটকেরেখেছিলেন দর্শকদের। মাঝে বেশকিছুদিন বড় পর্দায় দেখা না গেলেওএখন আবার নিয়মিত অভিনয় করছেনতিনি।আর ফিরে এসেই একসাথে কাজকরছেন নয়টি চলচ্চিত্রে। খুব দ্রুতইবেশ কয়েকটি চলচ্চিত্র তার মুক্তিপেতে যাচ্ছে। সাবলীল অভিনয়নিয়ে নতুন রুপে আবারও পর্দায়নিয়মিতই দেখা যাবে এইদীর্ঘাঙ্গিনী অভিনেত্রীকে।নাটক, বিজ্ঞাপন ও চলচ্চিত্রে এখনকী কাজ করছেন?কালাম কায়সারের মেন্টাল নামেরএকটি নাটকে অভিনয় করলাম। এটি এইঈদে একটি বেসরকারি চ্যানেলেপ্রচার হবে। এছাড়া একটিবিজ্ঞাপনে কাজ করবো সামনেরসপ্তাহে। সেটি একটি ট্রাক্টরেরবিজ্ঞাপন। আর এক সঙ্গ নয়টি ছবিরকাজ করছি। ‘সোনাবন্ধু’, ‘বিয়ে হলোবাসর হলো না’, ‘মন খোজে বাঁধন’,‘শর্টকাটে বড়লোক’, ‘দুই ভাইয়ের যুদ্ধ’ও ‘রাজপথে’। এছাড়া ‘জীবন যন্ত্রনা’ছবির শুটিং শেষ। মুক্তিযুদ্ধের এইচলচ্চিত্রটি এখন মুক্তির অপেক্ষায়আছে।শিল্পী সংঘের সদস্য নির্বাচিতহলেন, ভবিষ্যত পরিকল্পনা কী?শিল্পীদের স্বার্থ সংরক্ষণে যা যাকরা দরকার সব করবো। চলচ্চিত্রকেভালবাসি। এর সার্বিকউন্নয়নে কাজ করে যাবো।বড় পর্দায় অনিয়মিত হয়ে পড়লেনকেন?ভালো ছবি প্রত্যেক দিন হয়না।আমি যে টাইপের ছবি করি। সেইধরনের ছবির মেকাররা এখন নেই।অনেকে মারা গেছেন। কেউ কাজছেড়ে দিয়েছেন। ভালো ছবিও এখনখুব কম হচ্ছে। এসব কারণে কিছুটা কমদেখা গেছে।আচ্ছা, শুধুই কি এই কারণ?খুব যে কম কাজ করছি তাও নয়। আগেসারা বছর দেড়শো থেকে দুইশোছবি তৈরি হতো। এখন তা কমে ৪০/৫০টির মধ্যে চলে এসেছে। সেই সংখ্যাদিয়ে আরো আর্টিস্ট আছে তাদেরসঙ্গে ভাগ করে বের করুন।তাহলে দেখবেন আমি ভালই ছবিতেঅভিনয় করছি। আমার ভক্ত দর্শকযারা আমাকে যে ধরনের ছবিতেদেখতে অভ্যস্থ, সেই ধরনের ছবিছাড়া আমি ছবিও করতে চাইনা।নিজের যে ইমেজ রয়েছে তা নষ্টকরতে চাইনা। তাই বেছে বেছে মানসম্পন্ন ভাল ছবিতেই কাজ করছি।বর্তমান চলচ্চিত্রের অবস্থা কেমনবলে মনে করেন আপনি?আগে আর্টিস্ট বেজড ভাল ছবি তৈরিহতো। কাজ করে ভাল লাগতো।এখনকার গল্প ঠিক নেই। নাটকেরমতো করে ডিজিটাল চলচ্চিত্র হচ্ছে।ভাল ছবি সব সময় হচ্ছেনা।তিনবার রাষ্ট্রীয় পুরস্কার পেলেন,কেমন লাগে আপনার?এটা অনেক সম্মানের। অনেক ভাললাগার বিষয়। স্বীকৃতি পেতে সবারইভাল লাগে। রাষ্ট্রীয় সম্মাননাপেয়েছি এতবার, তার যেন কোনঅসম্মান করা না হয়। তাই যেন তেনকাজ করতে পারিনা। আগের চেয়েঅনেক দায়িত্বজ্ঞানও বেড়েছে। তাইবুঝে শুনে পরিকল্পনা করে কাজকরছি।ভবিষ্যত পরিকল্পনা সর্ম্পকে বলুন।ভবিষ্যতে সাহিত্যনির্ভর ভালোভালো ছবিতে অভিনয় করতে চাই।নারীপ্রধান গল্পের সিনেমায় কাজকরতে চাই। আগে প্রথম যখনচলচ্চিত্রে এসেছি তখন খুব ভালজানতাম না, বুঝতাম না। না বুঝেঅনেক ধরনের ছবিতে অভিনয় করেছি।এখন সময় ও বয়সের সঙ্গে সঙ্গে বুঝতেশিখেছি। কোন ধরনের গল্প দর্শকপছন্দ করে, কোন ধরনের গল্পে আমারকাজ করা উচিৎ। অভিজ্ঞতা থেকেএতদিন অনেক কিছু শিখেছি। সেইহিসেবেই ভবিষ্যতে কাজ করে যেতেচাই।আপনার বিয়ে নিয়ে প্রায়ই গুঞ্জণওঠে, অনেকে বলাবলি করেন আপনিবিয়ে করেছেন? এটা কতটুকু সত্য?এর কোন সত্যতা নেই। মানুষআমাদেরকে নিয়ে গসিপ করবে,বলবে। এটা নিয়ে কিছু বলতে চাইনা।এটা স্বাভাবিক। আর বিয়ে যদি করিতাহলে সবাইকে কেন বলবো না। এটাতো কোন ক্রাইম না। আমি এমন কিছুকরি না, যা মানুষের কাছ থেকেআমাকে লুকাতে হবে। বিয়ে যখনকরবো তখন সবাইকে জানিয়েইকরবো।আপনার সমসাময়ীক সবাই বিয়ে করেফেলেছে, আপনি কবে করবেন? প্রেমকরছেন?প্রেম তো করছি। (হেসে) তবেকাজের সাথে। মনের মতো কাউকেপাচ্ছিনা যার উপর ভরসা করা যায়।তাই বিয়ে করছি না। এছাড়া বিয়েরজন্যই শুধুমাত্র বিয়ে করতে চাইনা।সবাই বিয়ে করে ফেলছে তাইআমাকেও এখন তাড়াহুড়া করে করতেহবে আমি এমনটাও ভাবিনা। কাজনিয়েও দেখবেন আমার কোনতাড়াহুড়া নেই। হুট করে বিয়ে করেফেললাম আর দেখা গেলো বনিবনাহলো না, পরে আবার ডিভোর্স। তবেএর চেয়ে বিয়ে না করাই ভালো,ঝামেলায় পড়তে চাইনা।
Post Top Ad
Your Ad Spot
Sunday, June 4, 2017
‘প্রেম তো করছি, তবে বিয়ে করে ঝামেলায় পড়তে চাই না পপি
Tags
বিনোদনের খবর#
Share This
About Raihanul Haque
বিনোদনের খবর
Labels:
বিনোদনের খবর
Post Top Ad
Your Ad Spot
Author Details
----