Breaking

Post Top Ad

Your Ad Spot

Wednesday, June 21, 2017

যৌন সম্পর্কে অতৃপ্ত হলে যা করবেন

যৌন মিলনে তৃপ্তি নেই? নিজেকেঅসুখী মনে হয়? মনে হয় সুখেরভাণ্ডার অপূর্ণ রয়ে গেল? আপনিপুরুষ-মহিলা, যা-ই হোন না কেন,সুখী দাম্পত্য জীবনের চাবিকাঠিলুকিয়ে আছে কিন্তু আপনারমধ্যেই! সাম্প্রতিক এক গবেষণাজানাচ্ছে, মানসিক দোটানা,দ্বিধা, দোদুল্যমানতা কাটিয়েআপনার সঙ্গীর কাছে মেলে ধরুনমনের খাতার পাতা,নিজের আবেগ-অনুভব উজাড় করেদিন তাঁর কাছে, দেখবেন যৌনজীবনে মজার রঙ কতটা বেড়েগিয়েছে! মিলনের সুখের মাত্রাকয়েক গুণ বেড়ে গিয়েছে!কানাডার ইউনিভার্সিটি দ্যমন্ট্রেলের মনস্তত্ব বিভাগেরঅধ্যাপক নাইলা আওয়াদা তাঁরগবেষণায় বলছেন, আপনি যতদোদুল্যমানতায় ভুগবেন, আপনারভিতরে আবেগের স্রোত তত রুদ্ধহবে, সঙ্গীর কাছে নিজেকেমেলে ধরতে পারবেন না, অদৃশ্যপাঁচিল তৈরি হবে দুজনেরমাঝখানে। গবেষণাপত্রটিপ্রকাশিত হয়েছে মেডিক্যালডেইলিতে।নাইলা জানিয়েছেন, গবেষণায়দেখা গিয়েছে, যে দম্পতিরা মনখুলে মনের ভিতর জমে থাকাআবেগ পরস্পরের সঙ্গে ভাগ করেনিতে পারেন, তাঁদের যৌন জীবনঅনেক অনেক সুখের হয়। শরীর-মনথাকে সুন্দর, সতেজ।এমনকী বিশেষত, শারীরিকমিলনের সময় যে মহিলারাযৌনাঙ্গের মুখে জ্বালা-যন্ত্রণা,অনুভব করেন, তাঁদের ক্ষেত্রেওদেখা গিয়েছে, স্বামীর সঙ্গেতাঁদের খোলামেলা আবেগেরলেনদেন হলে তাঁরাও মিলনে সুখপান।।এই সমস্যাটিকেপ্রোভোকডভেস্টিবুলোডিনিয়া (পিভিডি)বলা হয়। নাইলা এই সিদ্ধান্তেএসেছেন এমন ২৫৪ জন দম্পতির ওপরপরীক্ষা চালিয়ে যেখানে স্ত্রীর‘পিভিডি’ রয়েছে।নাইলা বলেছেন, স্বামী-স্ত্রীরভিতরে আবেগের স্রোত শুকিয়েগেলে, শারীরিক বা পারস্পরিকসম্পর্কজনিত জটিলতা থাকলে তাথেকে দু’জনের মধ্যেই নিজেকেগুটিয়ে রাখার প্রবণতার জন্ম হয়।তা থেকেই ক্রমশ পরস্পরের কাছথেকে দূরে সরে যান দুজনে। একছাদের তলায় থেকেও অচেনা হয়েযান দু’জন দু’জনের কাছেই।

Post Top Ad

Your Ad Spot

Pages