Breaking

Post Top Ad

Your Ad Spot

Friday, June 23, 2017

মেয়েদের মনের কথা সঠিক ভাবে বোঝার ১০ টি লক্ষণ !

মেয়েদের মন বোঝা নাকি পৃথিবীরসবচেয়ে কঠিন কাজ। বেশিরভাগছেলেই এ ধরনের সমস্যায় ভোগেন।তাহলে কি কোনো উপায় নেইমেয়েদের মন বুঝার?অবশ্যই আছে। দশটি লক্ষণ তোমাকে বলেদেবে একটি মেয়ে তোমার প্রেমেপড়েছে কি না! এ ছাড়া আরও কিছুবিষয় তো থাকে- যা শুধু তোমার মনজানতে পারবে। তাহলে চোখ বুলিয়েনেওয়া যাক সেই ১০টি লক্ষণে-তোমাকে সর্বাধিক গুরুত্ব দিবে :মেয়েটি তোমাকে সবসময় গুরুত্বদিচ্ছে। বিন্দুমাত্র দেরি না করেতোমার মেসেজ, টুইট কিংবাইমেইলের উত্তর দিচ্ছে। তোমার ফোনকল কখনই মিস করছে না, এমন কি মিসকরলেও একটা বড় ‘সরি’ বলছে।বারবার তোমার কথাই বলছে : হতেপারে মনে মনে সে যে মি.পারফেক্টকে খুঁজছে, তুমি তারইপ্রতিচ্ছবি। এতদিন সে তোমার মতইকারো অপেক্ষায় ছিল। তাই বার বারতোমার কথাই বলছে। যে কোনো সুন্দরকিছুর প্রসঙ্গ এলে তার সঙ্গেতোমাকে জুড়ে দেবে।তার বন্ধুরা এখন তোমারও বন্ধু : যদি সেতোমাকে পছন্দ করে তাহলে অবশ্যইতার বন্ধুদের জানাবে। তারপর তারবন্ধুরাও তোমার সঙ্গে দেখা করতেচাইবে এবং তোমার সঙ্গে বন্ধুত্বকরবে।তোমার হাতের ছোঁয়া চাইবে :কোনো রেস্টুরেন্টে বসা কিংবারাস্তা দিয়ে হাঁটার সময় সে তোমারঅনেক কাছে ঘেঁষবে এবং তোমারহাতের সঙ্গে তার হাত মিলাবে।গাড়িতে তোমার হাত জড়িয়ে ধরবে।সর্বদাই তোমার পাশে দাঁড়াবে :মধ্যদুপুর হোক কিংবা মধ্যরাত, তুমি কলকরলে তাকে ফোন ধরতেই হবে। তাকেহয়ত ঘুমোতে হবে- আগামীকালকোনো বড় অনুষ্ঠানে সুন্দর লুক দেওয়ারজন্য। কিন্তু তা জানা সত্বেও সেতোমার সঙ্গে রাতভর কথা বলবে।তোমার সাবেক প্রেমিকারখুঁটিনাটি জানবে : সে তোমারসাবেক প্রেমিকার সম্পর্কে খুঁটিনাটিযাবতীয় সকল তথ্য জানবে। যাতে করেসে তোমার পছন্দ ও অপছন্দ বুঝতে পারে।তোমার খুশিতেই তার খুশি : হোকতোমার জন্মদিন কিংবা তোমারবাবা-মায়ের বিবাহ বার্ষিকী অথবাতোমার প্রমোশন, সে সবকিছু মনেরাখবে এবং তোমার থেকেও বেশিখুশি হবে। সে জানাবে, তোমারখুশিতেই তার খুশি।তোমার মুখে হাসি ফোটাতে চাইবে: যখন সে জানবে তোমার দিনটিমোটেও ভাল কাটেনি তখন সেতোমার মুখে হাসি ফুটানোর জন্যআপ্রাণ চেষ্টা করবে। সে ততক্ষণ পর্যন্তবিশ্রাম নেবে না যতক্ষণ না তুমিআবার স্বাভাবিক হতে পারছ।ঈর্ষার মুহূর্ত : যদি তার সামনে অন্যকোনো সুন্দর মেয়ের প্রশংসা করে,তাহলে দেখবে তার স্বরে কেমনপরিবর্তন আসে। এরপর সে তোমাকে ওইমেয়ের সম্পর্কে এক ঘণ্টার একটালেকচার দেবে।

Post Top Ad

Your Ad Spot

Pages