Breaking

Post Top Ad

Your Ad Spot

Friday, June 16, 2017

স্কুল জীবনে বিয়ে, ডিভোর্স লেটার হাতে প্রভা !

দেশীয় টেলিভিশনের আলোচিতঅভিনেত্রী সাদিয়া জাহান প্রভা স্কুল জীবনেইবিয়ের পিঁড়িতে বসেন। তবে তারসে বিয়েটিকেনি। কলেজ শেষ করে বাবা-মার অবহেলাআর স্বামীর দেয়া ডিভোর্স লেটার হাতেনিয়ে ঢাকায় আসেন তিনি। শুরু হয় তার সংগ্রামীজীবনযাত্রা। তবে বাস্তবে নয়,‘সিনেমাওয়ালা’শিরোনামের একটি নাটকে এমনই চরিত্রে পর্দায়হাজির হবেন এই অভিনেত্রী।নাটকে প্রভার চরিত্রের নাম হেনা। পড়াশোনারপাশাপাশি সে টিউশনি করে নিজের থাকা-খাওয়ার খরচজোগায়। একদিন পত্রিকার একটা সুন্দরীপ্রতিযোগিতার বিজ্ঞাপন দেখে এসএমএস করেনসেখানে। তারপর ঝড়-ঝাপটা গেলেও আরপেছনে তাকাতে হয়নি তাকে। মাসছয়েক পরসেই সুন্দরী প্রতিযোগিতার সেরা সুন্দরীহয়ে যান হেনা।এরপর নাটক, বিজ্ঞাপন এবং ধীরে ধীরেচলচ্চিত্রে অভিনয় করে বছর পাঁচেকেরমধ্যেই গ্ল্যামার ওয়ার্ল্ডের আলোচিত নায়িকাহয়ে ওঠেন হেনা। নাম বদলে রাখেন হীরা।এখন সেই হীরাই গ্ল্যামার জগতের আইকন।সে তার পেছনের ফেলে আসা জীবনেরঅনিশ্চয়তা, কষ্ট, দুঃখ সব ভুলে যান চলমান লাইট-ক্যামেরা-অ্যাকশনের ঝলকে। অন্যদিকে হীরারবাবা-মা, পরিচিত বন্ধু, কাছের-দূরের আত্মীয়-স্বজন, এমনকি তালাক দেওয়া স্বামীও এখন হীরারঝলমলে জীবনে ফিরে আসতে চান, তার পাশেথাকতে চান! অথচ হীরা এখন ভালবাসেন তারগাড়ীর ড্রাইভার কুদ্দুসকে!সুমন আনোয়ারের রচনা ও পরিচালনায় এতে প্রভাছাড়া বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করেছেনশ্যামল মওলা, আজাদ আবুল কালাম, শাহেদ শরীফখান, ফারহানা মিলি, সুষমা সরকার, মৌসুমী হামিদ, তানজিকাআমিন, শাহেদ আলী, আরফান আহমেদ,পুনমহাসান জুঁই, সোনিয়া হোসেন, মীম, শাহানা সুমী,সুমন আনোয়ার, আমানুল হক হেলাল প্রমূখ।উল্লেখ্য, আগামী সোমবার (১৮ জুলাই)থেকে এনটিভিতে দেখা যাবে নাটকটি। প্রতিসপ্তাহের সোমবার ও মঙ্গলবার রাত ৯টা ৪৫ মিনিটেপ্রচার হবে এটি।

Post Top Ad

Your Ad Spot

Pages