ফেইসবুকেমেয়ে পটানোর কার্যকর টিপস” ( অনলি ফরবয়েজ )____________________ইংরেজিতে একটিপ্রবাদ আছে ” Example Is Better Than Precept”অর্থাৎ উপদেশ অপেক্ষা দৃষ্টান্ত শ্রেয় ৷ কিন্তু আমিএখনো পাপ্ত বয়স্ক হয়নি বিধায় প্রেম নামক দূর্লভ বস্তুটিরসাথে এখনো কানেকশন করা হয়নি ৷ তাই আপনার উদাহরনদেখাতে পারলাম না ৷তবে প্রেম না করলেও মেয়ে পটাতে কিন্তুআমি খুবি পটু ৷ এবার আমার উর্বর মস্তিক থেকে আপনাদেরজন্য ফেইসবুকে হাতির মত মোটা মেয়ে থেকে শুরু করেক্যাঙ্গারুর মত চিকন মেয়েদের কিভাবে পটানো যায় এ বিষয়েকিছু টিপস থাকবে ৷ টিপস দেবার পূর্বে চলুন এক নজরে স্বভাবও আচরেনর ভিত্তিতে ফেইসবুকের সমস্তমেয়ে প্রজাতিরশ্রেনী বিন্যাস দেখে নিই ৷Kingdom – Facebookia(ফেইসবুক জগতের)Phylum – Apicomplexa ( ম্যালেরিয়ারজীবানু পর্বের)Sub Phylum – Moodtebrata ( ভাবুকউপপর্বের)Class – Foulecta (ফাউল শ্রেনীর)Order –Naugtilientia ( দুষ্টো বর্গের )Family –Scoundrelidae ( পাজি গোত্রের )Genus – Virus( ভাইরাস গণের )Species – V.bangladeshi (বাংলাদেশিভাইরাস প্রজাতির ) এক প্রকার স্ত্রীলিঙ্গের প্রানী ৷এবারকথা না বাড়িয়ে চলুন মূল উদ্দেশ্যের দিকে যাই ৷ আপনাদেরবুঝার সুবিধার্থে সমস্ত টিপসটিকে কয়েকটি ভাগে বিভক্ত করেসংক্ষিপ্ত ভাবে আলোচনা করা হলো ৷রিকুয়েষ্ট পাঠানোরপূর্ববর্তী ও পরবর্তি কাজ সমূহ ঃ(১) নিজের প্রোফাইলসম্পাদনা করুন ৷ প্রোফাইল পিকচারটিআপনার নিজের অথবাকার্টুনের ফটো দিন তবে অন্য ছেলেদের ফটো দিতে চেষ্টাকরবেন না ৷ বৃত্তান্তটি সুন্দর ভাবে নিজের মত করে লিখুন নাপারলে অন্য ছেলের বৃত্তান্ত থেকে কপি মারুন ৷ (আমারপ্রোফাইল থেকে মারলে মাইর একটাও মাটিতে পরবেনা পিঃ) ৷(২) প্রোফাইলটি সম্পাদনা হয়ে গেলে ভাবুন কোন ধরনেরমেয়ে পটাতে চান ৷ ফেইসবুকে দুই প্রকারের মেয়ে আছে যেমনঃ(ক) সাধারন শ্রেনী (খ) লেখিকা শ্রেনী৷ লেখিকাদের চেয়েসাধারন মেয়ে অনেক ভালো কারন যারা লেখিকা এদের লেখায়ভালোবাসার কমতি নেই কিন্তু এদের মনে নিষ্ঠুরতারও কমতিনেই ৷ তাই যারা এখনো নতুন তারা এই শ্রেনীর মেয়েদেরএড়িয়ে চলুন ৷(৩) মেয়ে চয়েজ করা হয়ে গেলে কয়েকটি মেয়েটার্গেট করুন যাদের আপনি পটাতে চান ৷ যেমন আপনি তিনজনলেখিকা টার্গেট করলেন ৷তাদের মধ্য থেকে একজনেরপ্রোফাইলে ডুকুন ৷ ভালো করে বৃত্তান্ত পড়ুন এত তারসম্পর্কে ধারনা জন্মাবে ৷খবরদার ! তখন রিকু পাঠাবেন না ৷তার প্রতিটা স্ট্যাটাসে লাইক মারুনআর মজার মজার কমেন্টকরুন ৷ প্রথম প্রথম রিপ্লে না দিলেওপরবর্তী নিউটনেরতৃতীয় সূত্র অবশ্যই অবলম্বন করবে ৷(৪) এভাবে ৪ – ৫ টাস্ট্যাটাসে লাইক কমেন্ট করে মেসেজ পাঠান ৷ তার প্রশংসাকরুন ৷ যেমন ঃ আপি আপনার লেখাগুলো আমার খুব ভালোলাগে ৷ কেনো জানি মনে হয় আমার জীবনের সাথে খুব মিলপিঃ ৷ এই ভাবে প্রশংসা চালিয়ে যান ৷ একটা কথা সবসময় মনেরাখবেন “মোম গলে তাপে আর মেয়েরা গলে প্রশংসায়” ৷এবার মেয়ে যদি রিপ্লাই দেয় তবে আপনি প্রথম যুদ্ধে বিজয়অর্জন করেছেন ৷ এবার কিছুক্ষন কথা বলার পর তাকেফ্রেইন্ড রিকুয়েষ্ট পাঠান ৷ আমি ১০০% সিউর এক্সেপ্ট করবে৷(৫) এবার আপনি মেয়ের সাথে ফ্রেইন্ডশিপ করে ফেলেছেনসো আর কোনো সমস্যা নেই ৷ এবার যদি দেখেন মেয়েকেমেসেজ দিলে উত্তর দেয় তবে তাকে মজার মজার কৌতুকপাঠান ৷ মাঝে মাঝে তার দু একটি কথা নিয়ে মজা করুন এতে সেআপনাকে বুদ্ধিমান ভাবা শুরু করবে ৷ আর যদি দেখেন মেয়েরিপ্লে দেয়না তবে আরো পরিশ্রম করতে হবে ৷ আগের মততার স্ট্যাটাসে লাইক কমেন্ট করা অব্যাহত রাখুন ৷ আরে ভাইমানুষ যদি প্রতিদিন একটা গাছকেও দেখে তবু তার প্রতি মায়ালাগা শুরু করে আর আপনিতো ছেলে মানুষই ৷ নিজের দামনিজে না বুজলেও মেয়েরা ঠিকই বুজবে ৷(৬) এরপর ধীরে ধীরেমেয়ে থাকে কোথায় ? কে কে আছে ? কোন কলেজে পড়?এগুলো জিজ্ঞেস করুন তবে দুলাভাই আছে কিনা ভূলেওজিজ্ঞেস করবেন না পিঃ ৷ এত কিছু করার পরো যদি মেয়েলাইনে না আসে তবে এই মেয়ে বাদ দিয়ে অন্য মেয়ে ধরুন এবংটিপসগুলোর প্রথম থেকে শুরু করুন ৷কোনো মেয়েকে আপনারউপর আকর্ষিত করতে শুধু এই টিপসগুলোই যথেষ্ট নয় ৷ একটিকথা খেয়াল রাখবেন এটি বাস্তব জীবনের মত এতটা সহজ নয়৷ আপনি দেখতে অনেক সুন্দর অনেক স্মার্ট হতে পারেন কিন্তুভালো করে লিখতে কিংবা মনের ভাবটা প্রকাশ করতে পারেনসেক্ষেত্রে আপনার রুপ কোনো কাজে আসবেনা ৷ ফেইসবুকএমন একটি জায়গা যেখানে একজন মেয়ে একজন ছেলের উপরদূর্ভল হয় শুধু তার লেখা পড়ে চেহারা দেখে নয় ৷এবার কিছুএক্সটা টিপস ঃমেয়েরা পৃথিবীতে যত আনন্দের জিনিস আছেএর মাঝে ঠাট্টা, ফাজলেমি এবং মজার মজার কথা শুনতেভালোবাসে ৷ প্রচুর বই পড়ুন বিশেষ করে কৌতুক ৷ তবেঅন্যের লেখা কৌতুক কখনো কোনো মেয়েকে পাঠাবেনাকারন সে হয়তো ভাবতে পারে আপনি সব কিছুই কপি পেষ্টকরে পাঠান ফলে আপনার লেখাগুলো আগের মত পড়বেনা ৷নিজের ভাষার দিকে খেয়াল রাখুন ৷ যতই ফ্রি হোন না কেনোকখনো অশ্রীল ভাষা ব্যবহার করবেন না ৷ সে সব বিষয় নিয়েকথা বলবেন না চলুন যেগুলো সে বলতে চায়না ৷আপনার একটিবন্ধু আছে সে অনেক ভালো লিখে এ টাইপের কথা ভূলেও বলাযাবেনা তাহলে আম আর ছালা দুটোই যাবে৷প্রথমেই আপনারজিজ্ঞেস করে নেয়া উচিত তার কোনো বয় ফ্রেইন্ড আছেকিনা ৷ যদি না বলে চালিয়ে যান আর হ্যা বললে ভাব নেয়া শুরুকরেন ৷ আপনাকে জিজ্ঞেস করলে এক কথায় না না না ৷ তারস্বাধীনতা ক্ষুন্ন করা যাবেনা ৷ হয়তো আপনার হোম পেজেসে কার স্ট্যাটাসে কমেন্ট করছে দেখতে পাবেন তবে আপনিগিয়ে সেখানে কমেন্ট করবেন না ৷ নিজের আত্নবিশ্বাস রাখুন৷ কখনোই নিজেকে ছোট করা চলবে না তবে এমন কিছু বলবেননা যা সে অবিশ্বাস করতে পারে ৷ যেমন ঃ সে বললো করিমসাহেব কাল একটা নতুন প্রাইভেট কার কিনেছে তখন আপনিবললেন আরে এ রকম প্রাইভেট কার আমাদের ছাদে সবসময় দুচারটা থাকে ৷নিজের প্রশংসা নিজে করবেন না ৷ তাকে বলুনআপনি খুব সাধারন তবে এমন কিছু করুন যেটা সত্যি অসাধারন৷ একটি বেলুনে যত বেশি গ্যাস ভরবেন তত বেশি ফুলবে তেমনিএকটি মেয়েকে যত বেশি প্রশংসা করবেন তত বেশি আপনারপ্রতি দূর্বল হয়ে পরবে তবে এত বেশিগ্যাস ভর্তি করবেন নাযেনো বেলুন বিস্ফোরিত হয় ৷ আমি অনেক বারই প্রশংসারকথাটি বলেছি এতে আপনারা বিরক্ত হতে পারেন তবে মেয়েদেরসবচেয়ে দূর্বল দিকই এটা ৷আমার মত অলসদের জন্য একটিছোট্ট টিপস ঃ আপনি যদিই একান্তই অলসহয়ে থাকেন তবেআপনার কিচ্ছু করতে হবেনা শুধু গল্প কবিতা আর কৌতুকলিখেন ৷ একদিন শত শত মেয়েই আপনাকে পটাবে ইনশাহআল্লাহ ৷ নিজের মর্যাদা ধরে রাখুন তবে কখনো ভাব নিবেননা ৷ কেউ মেসেজ পাঠালে উত্তর অন্তত দেবার চেষ্টা করবেন ৷সবার সাথে রসিকতা করুন তবে ভদ্রভাবে ৷আর কিছু বলার নেই৷ এবার কাজ শুরু করে দেন ৷
Post Top Ad
Your Ad Spot
Friday, June 9, 2017
ফেইসবুকে মেয়ে পটানোর কার্যকর টিপস” (অনলি ফর বয়েজ)
Tags
Fun amp; Lifestyle Menu#
Share This
About Raihanul Haque
Fun amp; Lifestyle Menu
Labels:
Fun amp; Lifestyle Menu
Post Top Ad
Your Ad Spot
Author Details
----