Breaking

Post Top Ad

Your Ad Spot

Wednesday, June 7, 2017

কারো প্রেমে পড়ার আগে তার মাঝে এই লক্ষণগুলো আছে কিনা যাচাই করে নিন?

জীবনসঙ্গী হিসেবে যাকে বেছেনিতে চান তার সম্পর্কে আগেভাগেইএকটা পরিষ্কার ধারণা রাখা উচিৎ।যার সাথে প্রেম করছেন সে আসলেইমানসিক বিকারগ্রস্ত কী না এটা চিনেনেওয়া আপনার জন্যে মঙ্গলজনক। তানাহলে এর মাশুল দিতে হবে প্রতিনিয়ত।খাটি প্রেমিক চিনে নিতে টাইমস অবইন্ডিয়া চারটি লক্ষণের কথাজানিয়েছে। কারো প্রেমে পড়ারআগে লক্ষণগুলো মিলিয়ে নিতেপারেন।বিবেকবর্জিত মানসিকতা: ধরুন,আপনাকেকথা দিয়ে আপনার প্রেমিক তারাখতেপারেননি। কিন্তু এর জন্য তার মধ্যেকোনো অনুশোচনা নেই। আপনি কষ্টপেয়েছেন কী না, তা নিয়ে তাঁরমাথাব্যথাও নেই; তিনি তার মতোইআছেন। তাহলে বুঝবেন আপনারব্যাপারে তিনি খুব একটা মনোযোগীনন।কারণে-অকারণে মিথ্যে বলা: আপনারপ্রেমিক বা হবু প্রেমিক কারণে-অকারণে অবলীলায় মিথ্যা বলেযাচ্ছেন, তখনই ধরে নেবেন এইছেলেরব্যাপারে সিদ্ধান্ত নিতেভেবেচিন্তে দেখার বিষয় আছে।মনেরাখবেন, নিয়মিত মিথ্যা বলা একজনখ্যাপাটে বা বিকারগ্রস্ত মানুষেরইলক্ষণ। আর আপনার সঙ্গে মিথ্যে বলামানে সম্পর্কের সঙ্গে প্রতারণা করা।সহমর্মিতার অভাব: আপনার সুখে-দুঃখেযদি প্রতিনিয়তই সমানভাবে আপনারপ্রেমিক একাত্ম হতে না পারেন এবংসবসময় নিজেকে নিয়েই ব্যস্ত থাকেন,তাহলে বুঝবেন আপনি একজনআত্মকেন্দ্রিক বিকারগ্রস্ত মানুষেরসঙ্গে প্রেম করছেন। বিষয়টি বোঝামাত্রই আপনাকে সতর্ক হতে হবে।নির্মম রসিকতায় আসক্তি: সতর্কভাবেখেয়াল করুন, অন্য সবার বিরক্তিরউদ্রেককরে কিংবা অন্যকে আহত করে, এমনকোনো নির্মম রসিকতা আপনারপ্রেমিককরছেন কি না। যদি দেখেন, স্রেফমজাকরে আপনার প্রেমিক কোনো নিরীহকাউকে পিটিয়ে কিংবা অবলাজীবজন্তুকে হত্যা বা মারধর করেপৈশাচিক আনন্দ উপভোগ করছেন,তাহলে নিশ্চিতজানবেন আপনার প্রেমিক একজনবিকারগ্রস্ত মানুষ।

Post Top Ad

Your Ad Spot

Pages