Breaking

Post Top Ad

Your Ad Spot

Wednesday, June 21, 2017

দাম্পত্য জীবন ব্যর্থ যদি এ তিনটি জিনিস না থাকে

সবার জীবনে যেমন প্রেম সফলতাপায় না তেমনই দাম্পত্য জীবনেও সবাইযে সফল হন তা নয়! অনেকেরআন্তরিক প্রচেষ্টা থাকলেওসম্পর্কে ভাঙন ধরে। দাম্পত্যজীবনেও দেখা দেয় অশান্তি। কিন্তুকিছু দায়িত্ব ও কৌশল দাম্পত্য জীবনকেসুখে ভরিয়ে তুলতে পারে। তবেসেগুলো সম্পর্কে অনেকেইথাকেন অন্ধকারে।রিলেশনশিপ বা সম্পর্ক স্থাপনেবিশেষজ্ঞ জেমস অ্যালেন হ্যানরাহানজানিয়েছেন সেসব গুণের কথা। প্রায়দেড় হাজার প্রেমিকযুগল ও দম্পতিকেনিয়ে তিনি সমীক্ষা চালিয়ে এইসিদ্ধান্তে পৌঁছেছেন যে, কোনোসম্পর্কে যদি তিনটি বিষয় না থাকে তবেতা ব্যর্থ হতে বাধ্য। জেনে নেওয়াযাক সেই তিনটি বিষয় কি কি?১. এক সঙ্গে হাসাঃ প্রেম বা দাম্পত্যজীবনকে সুখের সাগরে ভাসাতেএকসঙ্গে হাসার ক্ষমতা অর্জন করুন।আর সেটি হবে তখনই যখন দু’জনেরমধ্যে বোঝাপড়া ভালো হবে।জেমসের মতে, এটি দু’জন মানুষেরঅন্তরের যোগাযোগের প্রমাণ।যখন দু’জনে একই পরিস্থিতিতেএকসঙ্গে হেসে ওঠেন, তখনবুঝতে হবে তাঁদের রুচি, রসবোধ ওআবেগ সমানভাবে প্রবাহিত হচ্ছে।এছাড়া একে অন্যের উপস্থিতিতে তাঁরাযে স্বচ্ছন্দবোধ করছেন, তারওইঙ্গিত এই হাসি।২. আর্থিক স্বচ্ছলতা: কথায় আছে,‘অভাব দরজায় এসে দাঁড়ালে সুখ জানালাদিয়ে পালিয়ে যায়।’ অর্থাৎ কোনোসম্পর্ককে শক্ত ভিত্তির উপরেপ্রতিষ্ঠিত করতে অর্থের বিকল্পনেই। যে মানুষটি আর্থিকভাবেস্বাবলম্বী নন, তিনি অন্য মানুষেরওআস্থা অর্জন করতে পারেন না।ভালোবাসার ক্ষেত্রেও আর্থিকভাবেপরনির্ভরশীল মানুষ খুব একটা সফলহতে পারেন না। কাজেই ভালোবাসাকেদীর্ঘস্থায়ী করতে হলে আর্থিকস্বচ্ছলতা অত্যন্ত জরুরি।৩. নির্ভরযোগ্যতা: নিজের সঙ্গীঅথবা সঙ্গিনীকে কথা দিলে তা রাখারচেষ্টা করুন। কেননা, বিশ্বাস আরনির্ভরযোগ্যতা সম্পর্ক সুদৃঢ় করতেগুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যে কথা আপনিদিচ্ছেন, তা রাখতে আপ্রাণ চেষ্টাকরুন। নয়ত সঙ্গী বা সঙ্গিনী আপনারউপর থেকে আস্থা হারাবেন। আরসেটি হলে সম্পর্কেরও ঘটবেঅকালমৃত্যু।

Post Top Ad

Your Ad Spot

Pages