কিছু পুরুষালি গুণ নারীকে আকর্ষণকরে, পুরুষের প্রতি দুর্বল করে তোলে।তা সব সময় উচ্চতা, গায়ের রং বাবাহ্যিক সৌন্দর্য নয়। কাঙ্ক্ষিতপুরুষের মাঝে আরও বিশেষ কিছু খোঁজেনতাঁরা। বিষয়টা পুরোপুরিই মনো- দৈহিক। শরীর তো আছেই, সঙ্গে অবশ্যইথাকতে হবে আবেগ-অনুভূতিও। নারীর হূদয় জয়ে সফল হতে হলে এসবপুরুষালি গুণের চর্চায় মনোযোগী হতেপারেন আজ থেকেই। পড়ুন এমন ছয়টিগুণের কথা—ফিটফাট থাকুন নারীরা দীর্ঘদেহী পুরুষ পছন্দ করেনবটে, তবে উচ্চতাই শেষ কথা নয়।গুরুত্বপূর্ণ হলো আপনি কীভাবেনিজেকে উপস্থাপন করছেন। আসল বিষয়হলো নারী বুঝতে চায় আপনি নিজেরযত্ন নিতে, ফিটফাট থাকতে পারছেন কি না। তাঁরা ভাবেন, যে পুরুষ নিজেরদেখভাল করতে পারেন না, তিনিআমার দেখভাল করবেন কী করে?সুতরাং, আলুথালু পোশাক, এলোমেলো চুল,নখ না কাটা বা ময়লা থাকা, মোজায়গন্ধ, ময়লা শার্ট বা জিনসের উদাসীনতার দিন শেষ। হালেরনারীরা এসব একেবারেই পছন্দ করেননা। নারীর মন পেতে হলে এসবখামখেয়ালিপনা আজই ছাড়ুন। নিজের রুচি তুলে ধরুন দামিব্র্যান্ডের জামা-জুতো হতে হবেবিষয়টা মোটেও এমন নয়। আর যদিএকটার সঙ্গে বেমানান আরেকটা এইব্র্যান্ডের শার্ট, ওই ব্র্যান্ডেরজুতো, সেই ব্র্যান্ডের জিনস হয় তাহলে তা আপনাকে দেখেই দৌড়েপালাতে পারে যে কেউ। তাই সাধারণদোকান থেকে কেনা হলেও পোশাকে-আশাকে নিজের রুচি পছন্দটা তুলেধরুন। আর খেয়াল রাখুন তা যেন আপনারশারীরিক গড়ন আর গায়ের রঙের সঙ্গে মানানসই হয়। নিজের একটা স্টাইলগড়ে তুলুন।আপনাকে বুঝতে হবে, আপনিযেমন নারীদের ‘সন্ন্যাসিনী’ সেজেথাকা পছন্দ করেন না, ঠিক তেমনিআধুনিক নারীরাও ‘অফিস টাইপ’পোশাকের পুরুষদের পছন্দ করেন না। মুখে হাসি ফোটান রসবোধ থাকাটা যেকারও জন্যই উঁচুমানের গুণ হিসেবেবিবেচিত হয়। কাঙ্ক্ষিত পুরুষেরচরিত্রে নারীরা এটা খোঁজেন। প্রাত্যহিকজীবনে এমনিতেই বহু ঝুট-ঝামেলা নিয়ে ত্যক্ত-বিরক্ত হয়েথাকার মতো যথেষ্টই কারণ থাকেনারীদের। তাই একজন মনমরা টাইপসঙ্গী তাঁদের জন্য মড়ার উপর খাঁড়ারঘা। তাই নিজে হাসুন, তাঁর মুখেও হাসি ফোটাতবে খেয়াল রাখতে হবেঠাট্টা-তামাশা করতে গিয়ে সব সময়ইঅন্য কাউকে খাটো করা, আঘাত করামোটেই কাজের কথা না। অনেক নারীইএটা রীতিমতো অপছন্দ করেন। আর যেপুরুষ হাসিমুখে নিজের ভুল স্বীকার করতে পারেন, নিজেকে নিজেই মশকরাকরতে পারেন, তাঁর প্রতি নারীদেরআকর্ষণ কতটা তীব্র সে বিষয়ে আমরাকিছু বলব না, আপনি নিজেই তাপরীক্ষা করে দেখুন। তাঁকে বুঝতে দিনযে আপনি যত্নবান নারীরা সব সময়ই বারবারই এটা নিশ্চিত হতে চান যেতাঁকে কেউ ভালোবাসছেন, তাঁর খেয়ালরাখছেন। তাঁর হাত ধরে হাঁটা, সুযোগপেলে একসঙ্গে সূর্যাস্ত দেখা— হোকতা বারান্দায় দুই মিনিটের জন্য,মাঝেমধ্যেই জড়িয়ে ধরা, রাস্তা পেরোনোর সময় তাঁর খেয়াল রাখারমতো কাজগুলোকে মোটেই অবহেলাকরবেন না। আপনার এসব ছোট ছোটঅভ্যাস থেকে অনেক কিছুই বোঝা যায়।কখনো কখনো রাস্তায়, বেড়াতেগিয়ে.সবার সামনে তাঁর হাত ধরে হাঁটা মানে আপনি তাঁকে নিয়েগর্বিত।তবে এ চর্চা যেন হয় জড়তাহীন,সাবলীল আর আতিশয্য বর্জিত। ও চোখেচোখ পড়েছে যখনই তাঁর চোখে চোখরেখে তাকান। মিষ্টি করে একবারহাসুন। ভালোবাসার চোখে সরাসরিতাঁর চোখে তাকালে একজন নারী যে অনুভূতি পান তার তুলনা করা দুষ্কর।আপনার ওই চাহনিতে নিজেকে লাখেএকজন মন হতে পারে তাঁর। আরমাঝেমধ্যেই চোখে চোখ রেখেতাকানোটা জরুরি। কেননা, অনেককথায় যা হয় না, চোখের ভাষায় সেটা বলা হয়ে যেতে পারে।
Post Top Ad
Your Ad Spot
Thursday, June 8, 2017
Home
Fun amp; Lifestyle Menu
পুরুষের মধ্যে যে জিনিস দেখলে যে কোন নারী দুর্বল হয়ে যায়! পাগলের মত ভালবাসতে
চায়..
পুরুষের মধ্যে যে জিনিস দেখলে যে কোন নারী দুর্বল হয়ে যায়! পাগলের মত ভালবাসতে চায়..
Tags
Fun amp; Lifestyle Menu#
Share This
About Raihanul Haque
Fun amp; Lifestyle Menu
Labels:
Fun amp; Lifestyle Menu
Post Top Ad
Your Ad Spot
Author Details
----