Breaking

Post Top Ad

Your Ad Spot

Thursday, June 22, 2017

বাংলাদেশি কত টাকা থাকলে জাকাত দিতে হবে ?

প্রশ্ন : আপনারা জাকাতের যে নেসাবের কথা বলছেন, এই নেসাবটা কী? বাংলাদেশি টাকায় কত টাকা থাকলে জাকাত দেওয়া যায়?উত্তর : নেসাব হচ্ছে নির্দিষ্ট পরিমাণ অঙ্ক। এই নির্দিষ্ট পরিমাণকে নেসাব বলা হয়ে থাকে আরবিতে। জাকাতের আর্থিক লেনদেনের ক্ষেত্রে রৌপ্যের নির্দিষ্ট পরিমাণটাকেই নেসাব ধরা হয়ে থাকে।রাসূলুল্লাহ (সা.) রৌপ্যের যে নির্দিষ্ট পরিমাণ নির্ধারণ করে দিয়েছেন, ওই নির্দিষ্ট পরিমাণটাকেই নেসাব হিসেবে ধরা হয়েথাকে। সেটা হচ্ছে ৫৯৫ গ্রাম রৌপ্যের মূল্য (সাড়ে ৫২ তোলার কাছাকাছি)। এই পরিমাণ টাকা বা এই পরিমাণ রৌপ্য যার কাছে এক বছর থাকবে,তার ওপর জাকাত ওয়াজিব হবে।এই হিসাবটা আমরা কষে দেখেছি বাংলাদেশি টাকায় প্রায় ৭০ থেকে ৭৫ বা ৮০ হাজার টাকার মাঝে ওঠানামা করে। কারণ, রৌপ্যের দামও কমবেশি হয়। এই ৭০ থেকে ৮০ হাজার টাকা যদি কারো কাছে এক বছর গচ্ছিত থাকে, তাহলেতার ওপর জাকাত ওয়াজিব হবে। এটাই হচ্ছে নেসাব।সূত্রঃ আপনার জিঙ্গাসা, এনটিভি অনলাইন

Post Top Ad

Your Ad Spot

Pages