Breaking

Post Top Ad

Your Ad Spot

Saturday, June 3, 2017

[যৌন বিষয়ক ] জেনে নিন কি কারণে ছেলেদেরচেয়ে মেয়েদের সেক্স বেশি

মূলত ছেলেদের চেয়ে মেয়েদেরকাছে সেক্স অনেক গভীরআবেদনের এবং আবেগময় বিষয়। এরপেছনের কারণ উদ্ভাবনের চেষ্টাকরেছেন গবেষকরা।সম্পর্কের বাঁধননরের সঙ্গে নারীর সম্পর্কের নানাস্তর রয়েছে। সম্পর্কের দীর্ঘসূত্রিতানির্ভর করে তাদের মধ্যকার নানাআবেগীয় লেনদেনের ওপর। নারীতার সঙ্গীর প্রতি চরমভাবে দুর্বলহয়ে তাকে নিজের জীবনের অংশকরতে যৌনতায় লিপ্ত হয়। নিজেরকামনা বাসনা এবং যাবতীয়সবকিছু নারী উজাড় করে দেয়সঙ্গীর কাছে। কিন্তু নতুন পুরুষেরকাছে নানা দ্বিধা-দ্বন্দ্বেথাকেন নারীরা। তাই একেবারেআপন করে নিতেই নারীরা সঙ্গমকরেন।সম্পর্ক বিষয়ক সুসান কুলিয়াম বললেন,পশ্চিমে তত্ত্বীয়ভাবে যেকোনোনারী যেকোনো পুরুষের সঙ্গেসেক্স করতে পারেন। অনেকে তাকরেন। কিন্তু আমরা এখনোজানিনা এই নারীদের কীদৃষ্টিভঙ্গীতে দেখা উচিত।নারীদের মধ্যে যৌন উত্তেজনারয়েছে, তবে অতিমাত্রায় নয়। যাররয়েছে তিনি মানসিকভাবেঅসুস্থ। তবে একজন পুরুষকেভালোবেসে তার সঙ্গে জুটিগড়ার ক্ষেত্রে যৌনতা উপভোগ্যহয়ে ওঠে নারীর কাছে।মানসিক সুখনারীদের যৌনতার ব্যাপারে যদিসমাজ অনিশ্চিত থাকে, তবেনারীরা কিভাবে নিজেদেরনৈতিক দৃষ্টিকোণ থেকে নিরাপদবোধ করবে? বহু মন্তব্য নারীদেরযৌন আকাঙ্খাকে ভিন্ন দিকেপরিচালিত করে। নারীরা পুরুষদেরশুধুমাত্র আপন করে নিতেই নয়, তারজৈবিক চাহিদার তৃপ্তিকরঅনুভূতিও আশা করেন।‘রিরাইটিং দ্য রুলস’ গ্রন্থের লেখকও সম্পর্ক বিষয়ক থেরাপিস্ট মেগবার্কার বলেন, যৌনতায় নারীরাদারুণ সুখ আশা করেন। কিন্তুবিছানায় পুরুষদের বেশি সতর্কথাকতে হয় তৃপ্তিকর করতে।

Post Top Ad

Your Ad Spot

Pages