জীবন কী?একজন শিক্ষক তাঁরক্লাসরুমে পড়াচ্ছেন।তিনি একটা খালি বয়ামটেবিলের ওপরে রাখলেন।তারপর তার ভেতরে ঢোকালেনকতগুলো বড়পাথরেরটুকরা। বয়ামটা ভরে গেল।তিনি বললেন, ‘ছাত্ররা,দেখো তো, আর কোনো পাথরখণ্ডঢুকবে কি না?’‘না, স্যার।’‘তাহলে বয়ামটা ভরে গেছে,কী বলো?’‘জি, স্যার।’ এবার শিক্ষক কতগুলো ছোটনুড়ি বয়ামটাতে ঢালতে লাগলেন।নুড়িগুলো পাথরেরফাঁকে ফাঁকে ঢুকে গেল।তিনি বললেন, ‘এবারভরেছে। কী বলো?’ ‘জি, স্যার।’তিনি এবার বালুঢালতে লাগলেন। পাথর আরনুড়ির ফাঁকে ফাঁকে বালুঢুকতে লাগলএবং বয়ামটাকে পূর্ণ করে তুলল। শিক্ষকবললেন,‘আচ্ছা, এবারআমরা পুরো ব্যাপারটাকে উল্টোকরে করি। প্রথমেইআমরা যদি বালু দিয়ে বয়ামটা পূর্ণকরে ফেলি,তাহলে কী হবে?’তিনি বালুদিয়ে পাত্রটা পূর্ণকরলেন। তারপর আর নুড়ি কিংবা পাথরঢোকানোর জায়গা রইলনা।তিনি বললেন, ‘এথেকে আমরা খুব গুরুত্বপূর্ণকিছু জিনিস শিখব।এই যে পাত্রটা দেখছ,এটা হলো আমাদেরজীবন।এই যে বড় বড় পাথরখণ্ড,এগুলো হলো আমাদের জীবনেরসবচেয়ে গুরুত্বপূর্ণজিনিস। আমাদের পরিবার,বাবা-মা,ভাইবোন, স্বামী-স্ত্রী,সন্তান, আমাদের স্বাস্থ্য,আমাদের শিক্ষা।আর নুড়িগুলো হলো আমাদেরবিষয়সম্পত্তি,আমাদের গাড়ি-বাড়ি, আমাদের টেলিভিশন, আমাদের টেলিফোন,আমাদেরবাগান।আর বালু হলো বাকি সবকিছু,আমাদের জীবনে আরযা যা করতে হয়। প্রথমেই যদি আমরা ছোটছোট জিনিসদিয়ে জীবনটাকে ভরে ফেলি,তাহলে বড়কাজগুলো করা হবে না।কাজেই সব সময় পরিবারকে সময়দেবে, বাবা-মায়ের যত্ননেবে, নিজের স্বাস্থ্যেরদিকে খেয়াল রাখবে,লেখাপড়া করবে। তারপরগাড়ি- বাড়ি, কম্পিউটার-টেলিফোন এসবেরদিকে নজরদেবে।’এক ছেলে দাঁড়িয়ে বলল,‘স্যার, বয়ামটা এখনো ভরেনি।আপনি যদি এরমধ্যে পানি ঢালেন,পানি ভরবে।’ঠিক তাই।তিনি পাথরখণ্ড, নুড়ি আর বালুভরা পাত্রটিতে এককাপ কফি ঢাললেন।কফিটা পাত্রেঢুকে গেল।‘এই কফিটা হলো আনন্দ।মানুষের জন্য কিছু করা। সেবারব্রত। তুমি যা-ইকরো না কেন, জীবনআনন্দময়। মানুষেরজন্য, মানবতার জন্যসর্বদাই কিছু না কিছু করার সময়তুমি বের করতে পারবে।মানুষেরউপকারে আসতে পারবে।তাতেও তুমি অনেক আনন্দপাবে। জীবনটাকে যতআঁটোসাঁটো মনে হোকনা কেন, যতইতুমি ব্যস্তথাকো না কেন,জীবনকে উপভোগ করো। আর যেনসবচেয়ে ভালোভাবে জীবনটাকে আনন্দপূর্ণকরে তোলা যায়, অপরেরমুখে হাসি ফোটানোরমাধ্যমে।’আশা কোরো না, চেষ্টা করো..
Post Top Ad
Your Ad Spot
Sunday, June 4, 2017
জীবনকে গড়ে তোলারকিছু গুরুত্বপূর্নটিপস
Tags
Fun amp; Lifestyle Menu#
Share This
About Raihanul Haque
Fun amp; Lifestyle Menu
Labels:
Fun amp; Lifestyle Menu
Post Top Ad
Your Ad Spot
Author Details
----