টি- টোয়েন্টিক্রিকেটে ২০০৬ সালে বাংলাদেশেরআবির্ভাব। অভিষেক ম্যাচেজিম্বাবুয়েকে হারিয়ে শুভ সূচনাকরলেও পরবর্তীতে সামর্থ্য অনুযায়ীখেলতে পারেনি বাংলাদেশক্রিকেট দল। সাফল্য এসেছে মাঝেমাঝে, নিয়মিত নয়। ফলশ্রুতিতে টি-টোয়েন্টি ক্রিকেটে এসোসিয়েটসদল আফগানিস্তানের পরে আমাদেরঅবস্থান। টি-টোয়েন্টি র্যাংকিয়েআফগানিস্তান ৯ ও বাংলাদেশ ১০নম্বরে অবস্থান করছে।তবে সর্বশেষ শ্রীলংকা সফরে২ম্যাচের টি২০ সিরিজে ১-১ সমতায়এনে, এই ফরম্যাটটিতেও এগিয়েযাওয়ার স্বপ্ন দেখছে বাংলাদেশদল। দীর্ঘ ১১ বছরের সাফল্য ব্যর্থতারমাঝেও বেশ কয়েকজন ব্যাটসম্যাননিজেদের মেলে ধরেছেন দারুনভাবে, তারাই বাংলাদেশ দলেরহয়ে টি২০ ক্রিকেটে সর্বোচ্চ রানসংগ্রাহক।টি-টোয়েন্টি ক্রিকেটেবাংলাদেশের সর্বোচ্চ রানেরঅধিকারীদশ ক্রিকেটার হলেন :১। ৫৯ ম্যাচে ১২০৮ রান নিয়ে সবারউপরে আছেন সাকিব আল হাসান।২। ৫৬ ম্যাচে ১২০২ রান নিয়ে দ্বিতীয়স্থানে আছেন তামিম ইকবাল।তামিম ইকবালই টি২০ ক্রিকেটেএকমাত্র বাংলাদেশী হিসেবেসেঞ্চুরী করেছেন।৩। ৫৮ ম্যাচে ৮১০ রান নিয়ে তৃতীয়স্থানে আছেন মাহমুদুল্লাহ রিয়াদ।৪। ৫৯ ম্যাচে ৭২৬ রান নিয়ে চতুর্থস্থানে আছেন মুশফিকুর রহিম।৫। ৩১ ম্যাচে ৭২১ রান নিয়ে পঞ্চমস্থানে আছেন সাব্বির রহমান।৬। ২৩ ম্যাচে ৪৫০ রান নিয়ে ষষ্ঠস্থানে আছেন মোহাম্মদ আশরাফুল।৭। ২৪ ম্যাচে ৪৪৩ রান নিয়ে সপ্তমস্থানে আছেন সৌম্য সরকার।৮। ৫৪ ম্যাচে ৩৭৭ রান নিয়ে অষ্টমস্থাছেন মাশরাফি বিন মোর্তুজা৯। ৩১ ম্যাচে ৩৭০ রান নিয়ে নবমস্থানে আছেন নাসির হোসাইন।১০। ১৩ ম্যাচে ৩৫৫ রান নিয়ে ১০তমস্থানে আছেন আনামুল হক।এছাড়াও আফতাব ১১ ম্যাচে ২২৮ রানকরেছেন।উল্লেখিত দশ জন ক্রিকেটারেরমধ্যে সর্বোচ্চ ১৩৬.১০ স্ট্রাইক রেটমাশরাফির। ১২৬.৪০ মোহাম্মদআশরাফুলের। ১১৫.১৩ তামিমইকবালের এবং সর্বনিম্ন ১১৩.৭১নাসিরের । এছাড়াও পাঁচ বাততোধিক ম্যাচ খেলেছেন এমনক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চস্ট্রাইক রেট ১৪৭.২২ জুনায়েদসিদ্দিকীর।অবাক করা বিষয়, ডট বল খেলারঅভিযোগ থাকা এনামুল হকেরএভারেজ ৩২.২৭। স্ট্রাইকরেট ১১৭.৯৪।বোলার মাশরাফির সর্বনিম্ন ১৩.৪৬হলেও ব্যাটসম্যানদের মধ্যেসর্বনিম্ন এভারেজ মুশফিকের ১৭.২৮।ম্যাচের তুলনায় সবচেয়ে বেশি রানআনামুল হকের। মাত্র ১৩ ম্যাচে তারসংগ্রহ ৩৫৫। এবং ৩১ ম্যাচেসাব্বিরের সংগ্রহ ৭২১ রান।সর্বোচ্চ ৫৯টি ম্যাচ খেলে সবচেয়েকম ৭২৬ রান মুশফিকের।
Post Top Ad
Your Ad Spot
Sunday, June 18, 2017
টি-২০তে বাংলাদেশের শীর্ষ ১০ ব্যাটসম্যানের তালিকা
Tags
খেলাধুলার খবর#
Share This
About Raihanul Haque
খেলাধুলার খবর
Labels:
খেলাধুলার খবর
Post Top Ad
Your Ad Spot
Author Details
----