Breaking

Post Top Ad

Your Ad Spot

Wednesday, June 21, 2017

পায়ের উপর পা দিয়ে বসে কেন মেয়েরা?

সাধারণ, স্বাভাবিকভাবে মেয়েরা সোফায়বসলেই কি বলে থাকেন মা ও বড়রা।মেয়েদের ওইভাবে বসতে হয় না।মেয়েদের নাকি, পা ভাঁজ করে বসাটাই সভ্যতা।দ্রুত বীর্যপাত সমস্যার সমাধান কী? ছোটথেকে এটা শুনতে শুনতে বড় হয় মেয়েরা।এর পরে পা ভাঁজ করে বসাটাই অভ্যাস হয়ে যায়।আবার অনেকে স্টাইলিশ লুকের জন্য পায়েরউপরে পা তুলে বসতেই পছন্দ করেন।অফিসে ঘণ্টার পর ঘণ্টা এভাবেই বসে থাকেন।শুধু মেয়েরা নয়, অনেক ছেলেরাওদীর্ঘক্ষণ বসে থাকেন পায়ের উপরে পাতুলে। কিন্তু অনেকেই জানেন না যে,স্টাইলিশ আর স্মার্ট লুক আনতে গিয়ে নিজেরশরীরের কত বড় ক্ষতি হচ্ছে। একবারজেনে নেওয়া যাক কী কী ক্ষতি হয়—এইভাবে বসে থাকার জন্য পায়ে রক্ত চলাচালবিঘ্নিত হয়। দিনের পর দিন সেটা চলতে থাকায়পায়ের জোর দিন দিন কমতে থাকে। এটামারাত্মক চেহারা নিয়ে একসময়ে প্যারালাইসিসপর্যন্ত হতে পারে। দীর্ঘক্ষণ এইভাবে বসেথাকার ফলে শরীরে রক্তচাপ সংক্রান্ত সমস্যা তৈরিহতে পারে। পা ভাঁজ করে রাখার জন্য রক্তশরীরের নীচের দিকে স্বাভাবিক গতিতেনামতে না পেরে উপরের দিকে চাপ তৈরিকরে। এর থেকে শরীরে নানা সমস্যা দেখাদিতে পারে। পায়ের নীচের অংশেদীর্ঘক্ষণ রক্ত আটকে থাকায় শিরার উপরেঅস্বাভাবিক চাপ তৈরি করে। প্রথম দিকে খুব বেশিসমস্যা বোঝা যায় না কিন্তু, দিনের পর দিন বসারভঙ্গি থেকে বয়স বাড়ার সঙ্গে সঙ্গেঅসুস্থতা বাড়তে থাকে। সুতরাং, সাবধান।

Post Top Ad

Your Ad Spot

Pages