ঘুম এবং স্বপ্ন নিয়ে কিছুজানা-অজানা কিছু তথ্যbr /> • যারা স্বপ্ন মনে রাখতেপারেন না তাদেরধারণা তারা স্বপ্ন দেখে না।আসলে প্রত্যেকে স্বপ্ন দেখে।• ঘুম ভেঙ্গে যাবার ৫ মিনিটপর স্বপ্নের অর্ধেকস্মৃতি লোপ পায়। দশ মিনিটপর স্বপ্নের ৯০ ভাগ লোপ পায়।স্বপ্ন লিখে রাখুনযদি আপনি মনে রাখতে চান।• কিছু লোক (প্রায় ১২ ভাগ)সাদা কালো স্বপ্নদেখে যখন অন্যরা (বাকি ৮৮ ভাগ)রঙিন স্বপ্ন দেখে।• স্বপ্ন হচ্ছে দৃশ্যমান কোনোবস্তু অপেক্ষা বেশি কিছু এবংঅন্ধ লোকও স্বপ্ন দেখে।অন্ধ লোকটি স্বপ্নে ছবিদেখতে পারে কি না তা নির্ভরকরে তারা জন্মকালীন অন্ধবা জন্মের পরদৃষ্টিশক্তি হারিয়েছে কিনা তার ওপর।• স্বপ্ন চলতে থাকার সময়যদি আপনি জেগে যানতবে আপনি সারা রাত ঘুমালেস্বপ্ন যেটুকু মনে রাখতে পারতেনতা অপেক্ষা বেশি মনে রাখতেপারবেন।• জাপানের গবেষকরাআবিষ্কার করেছেন এমন একযন্ত্র যা মনের চিন্তাভাবনার চিত্রদেখতে এমনকি স্বপ্নকে ভিডিওচিত্রের মাধ্যমে দেখাতে সক্ষম।• কেউ যখন ঘুম এর মধ্যেনাক ডাকে এর অর্থহচ্ছে সে স্বপ্ন দেখছে না!!• একজন মানুষ একবছরে ১৪৬০টিরওবেশি স্বপ্ন দেখেন!
Post Top Ad
Your Ad Spot
Thursday, June 15, 2017
ঘুম এবং স্বপ্ন নিয়ে কিছুজানা-অজানা কিছু তথ
Tags
খাদ্য ও স্বাস্থ্য#
Share This
About Raihanul Haque
খাদ্য ও স্বাস্থ্য
Labels:
খাদ্য ও স্বাস্থ্য
Post Top Ad
Your Ad Spot
Author Details
----