Breaking

Post Top Ad

Your Ad Spot

Thursday, June 22, 2017

[Bangla Lyrics] ভাল আছি ভালো থেকো ~ এন্ড্রু কিশোর ও কনক চাপা

নাম : ভালো আছি ভালো থেকোগায়ক : এন্ড্রু কিশোর ও কনক চাপাএ্যালবাম : তোমাকে চাইভাল আছি, ভালো থেকোআকাশের ঠিকানায় চিঠি লিখো,দিও তোমার মালা খানিবাউলের এই মনটা রে।আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরেআছো তুমি হৃদয় জুড়ে।।পুষে রাখে যেমন ঝিনুকখোলসের আবরনে মুক্তর সুখ,তেমনি তোমার নিবিড় চলাভিতরের নীল বন্দরে।আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরেআছো তুমি হৃদয় জুড়ে।।ঢেকে রাখে যেমন কুসুমপাপড়ির আবডালে ফসলের ঘুম,তেমনি তোমার নিবিড় ছোয়াগভীরের এই বন্দরে।আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরেআছো তুমি হৃদয় জুড়ে।।

Post Top Ad

Your Ad Spot

Pages