Breaking

Post Top Ad

Your Ad Spot

Wednesday, May 31, 2017

[Mega Post] আপনে কিফেসবুক হ্যাকের ভয়ে আছেন????? দূর এই সব ছারুন!!!, এ দিকে আসুন

আসলে শখের ফেসবুক আইডি যদি হ্যাক হয়।এটা অনেক কষ্ট ও শ্রম দেয়।যেকারনে একটু বাড়তি সিকিউরিটি দেওয়া প্রয়োজন আপনার ফেববুুকে। আমি একটা কথা রাখি যারা যানেন না শুধু তাদের জন্য এই পোস্ট। তাই কেউ জেনে থাকলে খারাপ মন্তব্য করবেন না। এতে টিওনার দের মন খারাপ হয়। এখন আসল কথায় আসি।যাই হোক দিয়ে দিন আপনারফেসবুকে এক্সট্রা সিকিউরিটি।কীভাবে করবেন-??★প্রথমে আপনার ফেসবুকে লগইন করুন।★তারপর আপনার ফেসবুকে Setting অপশনে যান।★সেখান থেকে Security তে ক্লিক করুন।★দেখবেন নিচের ছবির মত পেজ আসবে।★সেখান থেকে Login Approvals এ ক্লিক করুন।★তারপর নিচের ছবির মতো অপশনে টিক চিহ্ন দিন,মানে ওকে করুন।তারপর আপনার ফোন নাম্বার দিন,আগে দেওয়া থাকলে আর দেওয়া লাগবে না।আপনার ফোনে কোড জেনারেট করুন। তারপর সেইকোড আপনার ফেসবুকে দিন।পরবর্তীতে আপনার ফেসবুকে নতুন কোন ব্রাউজারদিয়ে লগইন করতে চাইলে আপনার ফোনে একটি কোডআসবে, সেটা দিয়ে লগইন করতে হবে। অন্যথায়ফেসবুকে লগইন করতে পারবে কেউ।ব্যাস হয়ে গেলো আপনার ফেসবুক নিরাপদ।আরেকটা কথা আপনার ফেসবুকে ২ টি মেইল যোগকরবেন অযথা অ্যাপে যাবেন না, রিকুয়েস্টপাঠাবেন না।

Post Top Ad

Your Ad Spot

Pages