Breaking

Post Top Ad

Your Ad Spot

Friday, May 26, 2017

দেশে নকিয়া ৩৩১০ মিলবে ৪২৫০ টাকায়

অবশেষ বাংলাদেশের বাজারে আসছে নকিয়ার নস্টালজিক ফোন নকিয়া ৩৩১০। জুন মাস থেকে ফোনটি বাংলাদেশের বাজারে পাওয়া যাবে। ফোনটির মূল্য ৪২৫০ টাকা।২৪ মে ফোনটি বাংলাদেশের বাজারে বিক্রির ঘোষণা দেয় নকিয়ার মালিকানাধীন প্রতিষ্ঠান এইচএমডি গ্লোবাল। এসময় নকিয়ার আরও তিনটি ফোন বিক্রির ঘোষণা দেয়া হয়।নকিয়ার সর্বাধিক বিক্রীত ফিচার ফোনগুলোর মধ্যে সেরা নকিয়া ৩৩১০। ডিভাইসটিতে রয়েছে সুদীর্ঘ ২২ ঘণ্টার টক-টাইম। ব্যাটারিতে একবার চার্জ দিয়ে ২২ ঘণ্টা পর্যন্ত কথা বলা যাবে। সেই সাথে মাসব্যাপী স্ট্যান্ড-বাই সুবিধা আছে। নকিয়া ৩৩১০ সেটটি এবারে নতুনভাবে কালারফুল ও আধুনিক ডিজাইনে তৈরি করে বাজারে আনা হয়েছে। এই সেটের ব্যাটারিতে একবার চার্জ দিয়ে সারা দিন ধরে এক এক করে কথা বলা, টেক্সট মেসেজ পাঠানো, ছবি তোলা, গান শোনা এবং স্নেক গেমসটি নিয়ে সময় কাটানো, সবই করা যাবে।নকিয়া ৩৩১০ হ্যান্ডসেটের রঙ আগের মতোই রাখা হয়েছে। তবে এটি গ্রাহকদের আগের চেয়ে বেশি প্রাণবন্ত করে তুলবে। নকিয়া ৩৩১০ ডিভাইসটি চারটি স্বতন্ত্র কালার বা রঙে বাজারজাত হবে। এগুলো হচ্ছেÑ ওয়ার্ম রেড অ্যান্ড ইয়েলো এবং ডার্ক ব্লু ও গ্রে ।নকিয়া ৩৩১০ ছাড়াও এইচএমডি গ্লোবাল দেশের বাজারে নকিয়া ৩, নকিয়া ৫ ও নকিয়া৬ ছাড়ছে।

Post Top Ad

Your Ad Spot

Pages