Breaking

Post Top Ad

Your Ad Spot

Friday, May 19, 2017

প্রেমিকার মনে জায়গা করে নেওয়ার সঠিক উপায়

কারো কাছে পছন্দনীয় হয়ে ওঠা হয়তসহজই বটে। কিন্তু মানুষের মনেচিরকালের জন্যে ঠাঁই করে নেওয়ামোটেই সহজ নয়। সঠিক অঙ্গভঙ্গি এবংভাষার ব্যবহারে অনেকটাই এগিয়েযাওয়া যায়।মানুষ আসলে এমন কিছু করতে চায় যেনঅন্যরা তাকে দীর্ঘ সময়ের মনেরাখেন। এমনকি প্রথম সাক্ষাতেই একাজটি করা সম্ভব।সোশাল মিডিয়া প্লাটফর্ম‘কুয়োরা’তে অনেকেই প্রশ্ন রেখেছেন,‘প্রথম সাক্ষাতেই আমি কিভাবেকারো মনে স্মরণীয় হয়ে থাকতেপারি?’ এর জবাব দিয়েছেনবিশেষজ্ঞরা।১. এমনভাবে নিজেকে মেলে ধরুন যেনমনে হয় আপনার সবকিছু কথা বলছে।এমনকি মাথার হ্যাটটিও যেন কিছুবলতে চায়।প্রশ্ন করতে কোনো অস্বস্তি থাকাচলবে না। আবার যেকোনো বিষয়েকিছু বলতে দ্বিধাগ্রস্ত হবেন না।নিজের গল্প বলতে পারেন। স্পষ্টভাবেমতামত ব্যক্তকরুন। এসব পরামর্শ দিয়েছেন সম্পর্কবিষয়ক বিশেষজ্ঞ জুলিয়ানরেইসিঙ্গার।কাজেই নিজেকে গুটিয়ে রাখবেন না।২. সততার সঙ্গে স্পষ্টভাবে কথা বলুন।মানুষ চরম কিছু মনে রাখেন।মাঝামাঝি কিছু ভুলে যানঅনায়াসে। আলাপচারিতায় নিজেরমতামত ও মন্তব্য প্রকাশে অস্পষ্টতারাখবেন না। ভদ্রভাবে ও বিনয়েরসঙ্গে কথা বলুন। এমনকি আপনার কথাঅন্যের কাছে কিছুটা কষ্টদায়ক হলেওপ্রকাশের সাহসিকতা হারাবেন না।এতেই আপনি অন্যের কাছে অন্যরকমমানুষ হিসাবে স্মরণীয় হয়ে থাকবেন।৩. পোশাক বা ফ্যাশনে একটু অন্যরকমহওয়াটা খারাপ কিছু নয়। সাংস্কৃতিরধারার বাইরে যাওয়ার প্রয়োজন নেই।আবার রুচিশীলতা ধরে রেখে কিছুবাইরে গেলেও লোকে মন্দ বলবে না।তবে আপনাকে মনে রাখবে। তাইইতিবাচকভাবে স্টাইলিশ হয়ে ওঠুন।৪. আত্মবিশ্বাসী আচরণ ফুটিয়ে তুলুন।বিশেষজ্ঞ রব রিকার বলেন, দৃঢ় কিন্তুবিনয়ী হ্যান্ডশেক অন্যকে আপনারপ্রতি আগ্রহী করে তুলবে। চোখেরচোখ রেখে কথা বলা, আন্তরিকঅঙ্গভঙ্গি ইত্যাদি আত্মবিশ্বাসীহিসাবে আপনাকে তুলে ধরবে। আপনিঠিক যেমন, তার চেয়ে একটু বেশিমেলে ধরুন।আপনি হয়ে উঠবেন স্মরণীয়।৫. আবেগের সংযোগ ঘটান। যার সঙ্গেপরিচয় ঘটেছে, এমন ভাব প্রকাশ করুনযেন তার সঙ্গে দেখা হওয়াটা বিশেষকিছু।হাসি হবে আন্তরিক। তাদের আবেগবুঝে সেখানে কারসাজি করুন। তিনিযা পছন্দ করেন তা নিয়ে আলোচনাকরুন। তার কাছে পছন্দসই হয় এমন কথাবলুন।দুজনের মনোভাব মিলে গেলে তারমনে আপনি দীর্ঘকালের জন্যে ঠাঁইকরে নিতে পারবেন।৬. ভালো শ্রোতাদের কথা মানুষ সবসময় মনে রাখেন। যার সঙ্গে পরিচয়হয়েছে, তিনি যা বলতে চান তামনোযোগ দিয়ে শুনুন। শুধু নিজের কথাবললেই হয় না, অন্যেরটাও শোনারমানসিকতা থাকতে হয়।মানুষ তাকেই মনে রাখেন যিনি তারসব কথা শোনেন, জানান বিশেষজ্ঞ ওসাংবাদিক বেকি ব্লান্টন। তাইআদর্শ শ্রোতা বনে যান, অন্যের মনেজায়গা করে নিন।

Post Top Ad

Your Ad Spot

Pages