Breaking

Post Top Ad

Your Ad Spot

Friday, May 19, 2017

[লাইফ স্টাইল] পাঁচ কারণে লক্ষ্য ত্যাগ করা যেতে পারে

অনেক ক্ষেত্র আছে যেখানে পিছিয়ে যাওয়া বা ত্যাগ করামানে আপনি পরাজিত নন। অনেক সময়ে এটি আপনার মানসিকশক্তিমত্তার প্রকাশ। এছাড়া লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ারসময় অনেক বিষয় ত্যাগ করার প্রয়োজন হয়, যার একটি হতেপারে পেশা ত্যাগ করা। এ লেখায় থাকছে পাঁচটি কারণ,যেসব কারণে আপনার লক্ষ্য ত্যাগ করা যেতে পারে। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ফোর্বস।১. আপনার লক্ষ্য পরিবর্তিত হয়েছেবহু মানুষই একটি নির্দিষ্ট লক্ষ্যের দিকে কিছুদিন অগ্রসরহওয়ার পর তা পরিবর্তন করেন। আর এ পরিবর্তন যদি হয়আপনার জন্য ভালো তাহলে সেদিকে এগিয়ে যাওয়াইবুদ্ধিমানের কাজ। এক্ষেত্রে কোনো পেশায় সুবিধা না হলেপেশা ত্যাগ করে ভিন্ন কোনো সুবিধাসম্পন্ন পেশা গ্রহণ করা যেতেই পারে।২. আপনার মূল্যায়ন হচ্ছে নাকোনো প্রতিষ্ঠানে আপনার যদি যথাযথ মূল্যায়ন না হয়তাহলে তা ত্যাগ করাই উত্তম। সেক্ষেত্রে যেখানে আপনারযথাযথ মূল্যায়ন হয়, আপনার মেধা, অভিজ্ঞতা ও পরিশ্রমেরমূল্য দেয় সেখানেই যাওয়া উচিত।৩. যথাযথ প্রণোদনা না পাওয়াকোনো প্রতিষ্ঠানের কাজ করতে গেলে ভালো কাজেরপাশাপাশি দু-একটি ভুলও হতে পারে। কিন্তু যখন কোনো কঠিনলক্ষ্য অর্জনের পরও যথাযথ প্রণোদনা পাওয়া যায় না বাসামান্য ভুলের জন্য গুরুদণ্ড হয় তখন সে প্রতিষ্ঠানেরব্যবস্থাপনায় গলদ রয়েছে, এমনটা ধরেই নেওয়া যায়।৪. গর্তে আটকে যাওয়াএমন কোনো প্রকল্পে আপনি যদি সময়, শ্রম কিংবা অর্থবিনিয়োগ করেন যা থেকে কোনো লাভের সম্ভাবনা নেইতাহলে সে প্রকল্প থেকে সরে আসাই ভালো। ইতোমধ্যেই অনেকদূর অগ্রগতি হয়েছে দেখে তাতে আটকে থাকার কোনো মানেহয় না। ডুবন্ত জাহাজ দ্রুত ত্যাগ করাই বুদ্ধিমানের কাজ।৫. লাভের তুলনায় ঝুঁকি বেশিকোনো প্রতিষ্ঠানে যদি লাভের তুলনায় ঝুঁকি বেশি থাকেতাহলে তা ত্যাগ করাই ভালো। ঝুঁকির একটি আলাদা মূল্যরয়েছে। ঝুঁকি নিতে হলে তার বিপরীতে যথাযথ লাভ থাকাচাই।

Post Top Ad

Your Ad Spot

Pages