Breaking

Post Top Ad

Your Ad Spot

Thursday, May 25, 2017

যৌনজীবন ধ্বংস করে দিচ্ছে প্লাস্টিক

18আমরা জেনে না জেনে করছি বিষ পান।আমাদের সচেতনতারঅভাবে ব্যবসায়ীরা আমাদের শরীরে ঢুকিয়ে দিচ্ছে বিষ।প্লাস্টিকের দ্রব্যসামগ্রীর কথা বলছি। আজকাল দৈনন্দিনজীবনে অনেক ক্ষেত্রে, অনেক কিছুতেই আমরা প্লাস্টিককেমিক্যাল ব্যবহার করে থাকি।তা পায়ের জুতোজোড়া হোক বা পারফিউম কিংবা কার্পেট,ওয়ালপেপার বা নেলপালিশ, সবকিছুতেইরয়েছে প্লাস্টিককেমিক্যাল। অথচ গবেষকরা বলছেন, এই সমস্ত প্লাস্টিকরাসায়নিক যে কোনও পুরুষের যৌনজীবন ধ্বংস করে দিতেপারে।সুইডেনের লুন্ড ইউনিভার্সিটির গবেষকরা জানিয়েছেন,প্লাস্টিকে থাকা “ডিইএইচপি” বা থ্যালেটই এর জন্যদায়ী। বিভিন্ন খাবার ও পানীয় ছাড়াও ত্বকের সংস্পর্শেবা শ্বাসপ্রশ্বাসের মাধ্যমে এই থ্যালেট শরীরেরঅভ্যন্তরে প্রবেশ করে। ১৮ থেকে ২০ মধ্যে বয়স, এমন ৩০০পুরুষের ওপর এই গবেষণা চালানো হয়।দেখা গিয়েছে, যাদের শরীরে যত বেশি থ্যালেট“ডিইএইচপি” মিশেছে, তাদের স্পার্মের অবস্থা ততটাইকরুণ। মূত্রের নমুনা পরীক্ষা করে সহজেই থ্যালেটের মাত্রানির্ধারণ করা যায়।

Post Top Ad

Your Ad Spot

Pages