Breaking

Post Top Ad

Your Ad Spot

Sunday, May 21, 2017

ফেইসবুক পেজ নিয়ে কিছু কথা

একটা ফেইসবুক একাউন্ট এখন সবারই আছে.আমাদের কি জানা আছে এখন কতজন মানুষ ফেইসবুক ব্যবহার করে বাংলাদেশে?সংখ্যাটা কিন্তু কম না. এই মুহুর্তে বাংলাদেশে ৩২ লক্ষ ফেইসবুক ব্যবহারকারী আছেন.আমাদের বাঙালিদের মধ্যে সব কিছু নিয়ে অতিরিক্ত মাতামাতি লক্ষ্য করার মত.কিন্তু ফেইসবুক নিয়ে একটু বেশি হবে এটাই স্বাভাবিক.যেখানে সারা দুনিয়ার মানুষ ফেইসবুক নিয়ে পাগল.আমরা সবাই ফেইসবুক এর কাছে ঋণী,আজকে বাংলাদেশে ইন্টারনেট নিয়েযে এত আগ্রহ সবার মাঝে,সবাই এখন বুঝে ইন্টারনেট কোনো খারাপ জিনিস নয়.ফেইসবুক এর কারণে আজকে এটা সম্ভবহযেছে.আজকে আমি এই টিউন এ ফেইসবুক পেজ এর জন্য কিছু খুবই জরুরি টিপস এন্ড ট্রিকস নিয়ে আলোচনা করব.আশা করি সবার কাজে লাগবে.ফেইসবুক আমাদের একটা সুযোগ করে দিয়েছে,আমাদেরকে একটা প্লাটফর্ম দিয়েছে যেখানে আমরা সহজে আমাদের কোনো পণ্য অথবা সেবা মানুষের কাছে তুলে ধরতে পারি. এই জন্য শুধু লাগবে একটা ফেইসবুক পেজ.খুব সহজে একটা পেজ তৈরী করা যায় এবং এটা একদম ফ্রি. কিন্তু শুধু একটা ফেইসবুক পেজ বানানই শেষ কাজ না. আপনাকে এখন এই পেজটির যত্ন নিতে হবে যাতে আপনার পেজটি সবার থেকে আলাদা এবং সুন্দর হয়.এখন আসুন জেনে নেই কিছু জরুরি বিষয়,#১ ফেইসবুক ডোমেইনসব থেকে জরুরি হচ্ছে আপনার একটা ডোমেইন. আপনার পেজ এর যদি একটা নাম থাকে ঐটাই হবে আপনার পরিচয়.ফেইসবুক থেকে আমরা ফ্রি ডোমেইন পেতে পারি. আপনার ফেইসবুক ডোমেইনটা হবে এই রকমwww.facebook.com/usernameএই ডোমেইনটা বলে দিবে আপনার কোম্পানির নাম এবং মানুষকে সরাসরি আপনার পেজ এ নিয়ে আসবে.#২ প্রতিদিন আপডেটখুব জরুরি বিষয় হচ্ছে আপনার পেজ এ প্রতিদিন কিছু না কিছু থাকতেই হবে বেশি বেশি ফ্যান পেতে হলে.যত বেশি নতুন নতুন পোস্ট থাকবে আপনার পেজ এ, লাইক ও তত বেশি হবে. এমন হলে চলবে না যে আজকে একদিনে ১০ টা আপডেট দিলাম পরবর্তী এক সপ্তাহ কোনো খবর এ নিলাম না. প্রতিদিন নতুন নতুন পোস্ট এবং আপডেট মানুষকে আপনার পেজ এর ব্যাপারে আগ্রহী করে তুলবে.#৩ ছবি এবং ভিডিও পোস্ট করুনছবি এবং ভিডিও হচ্ছে যে কোনো পেজ এর প্রাণ.যতবেশী ছবি,ভিডিও থাকবে আপনার পেজটি হয়ে উঠবে আরো আকর্ষনীয়.আপনি যেই ব্যবসা এ করেন না কেন আপনার প্রোডাক্ট এর ছবি পেজ এ থাকলে মানুষের একটা আইডিয়া হয়ে যাবে আপনার প্রোডাক্ট এর ব্যাপারে.#৪ চিনে নিন আপনার টার্গেট কাস্টমারখুব বেশি জরুরি টার্গেট কাস্টমারদেরকে চেনা. ফেইসবুক আমাদেরকে সহজ করে দিয়েছে এই বাপারটা কারণ প্রত্যেকটা ফেইসবুক ব্যবহারকারী তথ্য আমরা পেয়ে থাকি তাদের প্রোফাইল থেকে. তারা হতে পারে যে কোনো বয়সের, যে কোনো দেশের এবং তাদের ইন্টারেস্টও হতে পারে আলাদা. এই জন্য ববসার ধরন অনুযায়ী আমাদের টার্গেট কাস্টমার ঠিক করে নিতে হবে.#৫ সময় মত পোস্ট করুনআপনি আপনার পেজ এ খুব সুন্দর নতুন কিছু পোস্ট করলেন কিন্তু এমন একটা সময় যে তখন কেউ ইন্টারনেট ব্যবহার করছে না. সার্ভে থেকে দেখা গিয়েছে বৃহস্পতিবার যদি কোনো কিছু পোস্ট করা হয় পেজ এ, মানুষের দেখার সম্ভবনা অনেক বেশি থাকে.আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে

Post Top Ad

Your Ad Spot

Pages