রবি গ্রাহকদের জন্য ননস্টপ ধামাকা অফার।রবির বর্তমানেঅনেক গুলো অফার আছে যেগুলো অনেকেই জানেন।যারাএই অফার সম্পর্কে জানেন তাদের জন্য আমার এই টিউননা। যারা এখনও এই অফারের সমন্ধে জানেন না তাদেরজন্যই শুধু আমার এই টিউন। ১৩৳ Recharge এ রবি গ্রাহকরাপাচ্ছেন ৩ দিন মেয়াদি ১ জিবি ইন্টারনেট সাথে আরোপাচ্ছেন ৪৫ এম্বি এবং ৩০ দিনের ফেছবুক প্যাক।প্রথমেইবলে রাখি এটি সবাই পাবেন না।*৯৯৯# ডায়েল করে যদিনিচের মত দেখায় তাহলে আপনি পাবেন।আর যদি আমারদেয়া Screenshot এর মত কিছু না দেখতেপারেন তবে শুধু শুধুRecharge করবেন না।প্রথমে *৯৯৯# ডায়াল করুন।নিচের মত আসলে “n” লিখেsend করুন।4 এর মত আপনারও 13 tk Recharge-e 1GB*আপনাকে শুধু ১৩৳ Recharge করতে হবে প্রথমে আপনিপাবেন ৪৫ এম্বি এবং ১৫-২০ মিনিট এর মধ্যেই আপনি ১জিবি পেয়ে যাবেন যার মেয়াদ হবে ৩ দিন এবং এটি ২৪ঘন্টাই ব্যবহার করতে পারবেন।আমি এপর্যন্ত ৩ বার নিয়েছি আজ আবার নিলাম।
Post Top Ad
Your Ad Spot
Wednesday, May 31, 2017
(মেগা অফার) রবি সিম দিচ্ছে ১৩ টাকায় ১জিবি ইন্টারনেট।
Tags
Robi Free Internet Offer#
Share This
About Raihanul Haque
Robi Free Internet Offer
Labels:
Robi Free Internet Offer
Post Top Ad
Your Ad Spot
Author Details
----