Breaking

Post Top Ad

Your Ad Spot

Wednesday, May 17, 2017

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নিয়ে ইউনিট ভিত্তিক কিছু কমন প্রশ্নের উত্তর

স্বপ্ন যখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
.
শেষ পর্ব
.
আজকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নিয়ে পর্ব ভিত্তিক পোস্টের শেষ পর্ব। তোমাদের কিছু কমন প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করলাম।দেখে নাও 😊
.
#সায়েন্স গ্রুপের জন্য কোন কোন ইউনিট এ আলাদা সিট আছে?
– সায়েন্স এর গুলো সব ইউনিট এই পরীক্ষা দিতে পারে।তবে সামাজিক বিজ্ঞান, বিবিএ তে সায়েন্স এর জন্য আলাদা সিট আছে।আর্টস ইউনিট ( আই ই আর টি ব্যতিত),আইন অনুষদে এ সায়েন্স এর জন্য আলাদা কোন সিট নাই।
.
#কমার্স এর গুলো কি আর্টস ইউনিট এ দিতে পারবে?
– হ্যা পারবা।তবে আলাদাভাবে কোন সিট নাই
.
#আর্টস এর গুলো কি বিবিএ এ দিতে পারবে?
– হ্যা পারবা।তবে অর্থনীতি বা পরিসংখ্যান আন্সার করতে হবে।এখন জিজ্ঞাস করিও না এইচ এস সি তে কি পরিসংখ্যান বা অর্থনীতি থাকতে হবে কিনা? থাকতে হবে কিনা সেটা সার্কুলার এ পাই নি। আমার কথা হল এইচ এস সি তে না থাকলে আন্সার কিভাবে করবা?
.
#সায়েন্স এর জন্য বিবিএ তে যে ম্যাথ আছে সেটা কি এইচ এস সি র ম্যাথ নাকি জাবিতে যে ম্যাথ আসে তেমন
– এইচ এস সি তে যে ম্যাথ করছিলা সেই ম্যাথ থেকেই প্রশ্ন হবে।
.
#সামাজিক বিজ্ঞানে যে ম্যাথ আছে সেটা কি আন্সার করতেই হবে?
– নাহ । ম্যাথ এর বদলে সাধারণ জ্ঞান করতে পারবা তুমি সায়েন্স / কমার্স / আর্টস যাই হোও না কেন।ম্যাথ কিন্তু এইচ এস সি লেভেলের ম্যাথ।তবে অর্থনীতি পাওয়ার জন্য এইচ এস সি তে ম্যাথ থাকতেই হবে সায়েন্স দের।
. BDLove24.Com
#বি৭ এর সাধারণ জ্ঞান নাকি গ্রুপ ভিত্তিক?
– হুম।মানে সায়েন্স এর গুলো সায়েন্স এর সাধারণ জ্ঞান আন্সার করবে।কমার্স এর গুলো কমার্স ভিত্তিক, আর্টস এর গুলো আর্টস ভিত্তিক এভাবে। গতানুগতিক সাধারণ জ্ঞান না এই আর কি।
.
#ভাইয়া কোটা নিয়ে যদি কিছু বলতেন?
– শারীরিক প্রতিবন্ধী কোটা ছাড়া বাকিদের নূন্যতম ৩৫ পেলেই পাস হিসাবে ধরা হবে( সাধারণ দের পাস নাম্বার ৪০)। সাধারণ দের সব সাবজেক্ট এ পাস করতে হয় কিন্তু কোটাধারীদের ওভার অল ৩৫ ( শারীরিক প্রতিবন্ধী ব্যতিত) পেলেই পাস
. বিডিলাভ২৪.কম
#শারীরিক প্রতিবন্ধী দের ভর্তি নিয়ে যদি বলতেন?
– শারীরিক প্রতিবন্ধী বলতে দৃষ্টি প্রতিবন্ধী / দুই হাতে লিখার অনুপযোগী বুঝায়।তাদের লিখিত পরীক্ষা দিতে হবে না।তবে তাদের ও আবেদন করতে হবে।তাদের ভর্তি করা হবে এইচ এস সি + এস এস সি পরীক্ষার ফলাফল এর ভিত্তিতে।
.
#চবির কোটাগুলো কি কি?
– মুক্তিযোদ্ধা সন্তান সন্ততি/ নাতি,নাতনি
ওয়ার্ড কোটা( বিশ্ববিদ্যালয় এর কর্মরত যে কোন কর্মকর্তা, কর্মচারীর সন্তান / স্বামী / স্ত্রী কে বুঝায়) বিডিলাভ২৪.কম
– উপজাতি কোটা
– অ উপজাতি কোটা ( পার্বতী চট্টগ্রামে বসবাসকারী বাঙ্গালি)
– অনগ্রসর ক্ষুদ্র নৃ গোষ্ঠী কোটা( চাকমা,মারমা,ত্রিপুরা, তঞ্চঙ্গ্যা,রাখাইন ব্যতিরেকে অনগ্রসর ক্ষুদ্র জাতিগোষ্ঠী যারা বাঙ্গালি নয়)
– শারীরিক প্রতিবন্ধী কোটা
– বি কে এস পি কোটা
.
#ভাইয়া অনুমানিক কত পয়েন্ট লাগে পরীক্ষা দিতে?
– এটা বলা মুশকিল।আগের সার্কুলার অনু্যায়ী দুইটাই ৩.৭৫+৩.৭৫ করে পেলে পরীক্ষা দিতে পারবা যদি তোমার লাক খুব চরম লেভেলের খারাপ না হয়।যদিও এর কম লাগে পয়েন্ট 😊

#bdlove24

Post Top Ad

Your Ad Spot

Pages