Breaking

Post Top Ad

Your Ad Spot

Saturday, May 27, 2017

আমার গোপন অভিমান! বুকে এক চাপা অভিমানে আমি কুঁকড়ে যাই।

মৃন্ময়/হাবিব আমার গোপন অভিমান!-----------------------------------★মো:হাবিব হাওলাদার আরিয়ানওকে যতই দেখি, ততই আমার কষ্টকাননে এক একটা নতুন কষ্টের জন্ম হয়।কখনো লাল, কখনো নীল, কখনো কষ্টেরতীব্রতায় নীলে নীলে কালো। কি ভীষনশান্ত শীতল চোখের চাহনী! এ চোখেইকি একদিন দেখেছিলাম ভালবাসায়কানায় কানায় পুর্ন এক শুভ্র আকাস!দেখেছিলাম গভীর মমতায় স্বচ্ছ চোখেরকোনে এক ঝাক বালিহাঁস! তবে আজ কেনদেখি তার চোখে এক ভিন্ন এক আকাশ !যে আকাশ জুড়ে কেবল তার ইচ্ছেঘুড়িরছড়াছড়ি! আমার অস্তিত্ব কোথায়!!!বদলে যাওয়া চিরন্তন সত্য।তবে মেনে নিতে কষ্ট হয় কেন! মনে পড়ে..মনে পড়ে সেই কিছুদিন আগেও, কি উচ্ছলচঞ্চল প্রানবন্ত ছিল মৃন্ময়/হাবিব। চোখেরপাতায় আমার ভেঁজা চুল এর সপর্শনা পেলে তার ভোর হতনা। আমার হাসিরশব্দে তার কান মুখোরিত না হলে, তারমনের আকাসে বিষাদের ঢল নামতো।সেদিন মৃন্ময়/হাবিব ছিল আমার। আর আজ!!আজ মৃন্ময়/হাবিব আমার নেই। মৃন্ময়/হাবিব নেই কারো।আজ মৃন্ময়/হাবিব আমায় পাশ কাটিয়ে যায়।এখনো রোজ সন্দ্ব্যাবেলা, মোড়ের সেইনীম গাছটার আড়ালে লুকিয়ে দাড়াই।মৃন্ময়/হাবিব এর ঘরে ফেরার সময় হলো যে!ওকে এগিয়ে আসতে দেখি। বুকেরভিতরে এক অশান্ত ঢেও খেলে যায়।মনে হয় যদি একবার ফিরে তাকাতো!আলতো ছুয়ে যেত আমার উড়ন্ত চুলে।মৃন্ময়/হাবিব চলে যায়! ফিরেও দেখে না।আমি তার চলে যাওয়া দেখি। চোখেরকোনে আবছা আলোয় হীরক খন্ড চকচককরে উঠে। বুকে একচাপা অভিমানে আমি কুঁকড়ে যাই। মনে হয়আকাশে বাতাসে কেবল হরেক রঙের কষ্টউচ্চসুরে আমায় উপহাস করে যাচ্ছে।_[H]_হাবিব_হাওলাদার_আরিয়ান_[L]_আমার কেবল মনে হয়, ছুটে গিয়ে মৃন্ময়/হাবিব এরবুকে ঝাপিয়ে পরি। হাতজোড় করে বলি,বদলে যেওনা মৃন্ময়/হাবিব! তোমারবদলে যাওয়ায় আমার একপৃথিবী উলটপালট হয়ে যায়। এক আকাশআঁধারে ছেয়ে যায়। ঝুপ করে অবেলায়সন্দ্ব্যা নামে পাশের ঝাউ বনে।বলতে ইচ্ছে করে, মৃন্ময়/হাবিব, চেয়ে দেখ!আমি অবন্তী/লাবনি। তোমারহাতে গড়া ভালবাসারপ্রাসাদে সাজানো অবন্তী/লাবনি।ভুলে যেওনা!!বলা হয়না। আমার মনেরগহিনে লুকানো কষ্ট গুলো অভিমানেরদানব হয়ে গলা চেপে ধরে আমার।আমি চেয়ে থাকি শুন্যে। ওরচলে যাওয়া দেখি।মানুষ গুলো কত সহজেই না বদলে যায়।বদলে যায় ধরনী, বদলে যায় মানুষ,বদলে যায় সম্পর্ক! শুধু বদলায় না আমারভিতরের আমি।মৃন্ময়/হাবিব, হয়তো আজ থেকে ২০ টি বছর পর,বুড়ো হয়ে যাবো আমি,বুড়ো হয়ে যাবে তুমিও।আবারো হয়তো তুমি বদলে যাবে। এইঅবন্তী/লাবনি বদলাবেনা। তখনো ঠিক এমন করেই,তোমার বাড়ি ফিরার কালে,চুপিসারে এসে দাড়াবো নীমতলে।অভিমানী নীরভকষ্টদানা গড়িয়ে পড়বে চোখ থেকে গাল,গাল বেয়ে বুকের ভাজে। তুমি জানবেওনা!তুমি ভালো থেক মৃন্ময়/হাবিব।#হাবিব_হাওলাদার_আরিয়ান

Post Top Ad

Your Ad Spot

Pages