Breaking

Post Top Ad

Your Ad Spot

Friday, May 19, 2017

ফার্স্ট অন নেটঃমোবাইলে ব্যবহার করুন মাউস দিয়ে আর নিন ডেক্সটপ এর মজা

আসসালামু আলাইকুমহ্যালো বন্ধুরা কেমন আছেনসবাই ? আশাকরি সবাই ভালআছেন।আজ আপনাদের সাথে ছোটএকটা টিপস শেয়ার করব।আপনারা অনেকেই হয়ত জেনেথাকবেন অথবা এইটা আগেওকেউ শেয়ার করতে পারে।যারা জানেনা তাদের জন্যইশেয়ার করা।আমরা কম্পিউটারে যে মাউসব্যবহার করি তা যদি আমাদেরমোবাইলে ব্যবহার করতে করতেপারি তাহলে কেমন হবে ? এখনবর্তমানে যে হাই কোয়ালিটিরমোবাইল গুলা আসতেছে তারমধ্যে চাইলেই আপনিকম্পিউটারের মত করে মাউসব্যবহার করতে পারেন।মাউস ব্যবহার করার অন্যতমসুবিধা হল মোবাইলেরস্ক্রিনের উপর প্রেসার কমবেআর আপনার হাতের আঙুলেরউপরও প্রেসার কমবে। কিভাবেমোবাইলে মাউস ব্যবহার করবেনচলুন দেখে নেয়া যাক।এর জন্য শর্ত ২ টিঃ১। আপনার মাউস হতে হবে USBমাউস।


এর জন্য যা লাগবেঃ১। মোবাইল।২। OTG কেবল।৩। মাউস।প্রথমে আপনার মাউসটিকে OTGকেবলের সাথে যুক্ত করুন, তারপরমোবাইলেত চার্জিং পয়েন্টেOTG কেবলের অন্য প্রান্ত যুক্তকরুন। তারপর দেখুন আপনারফোনের স্ক্রিনে মাউসপয়েন্টার শো করছে। কানেক্টকরার পর কয়েক সেকেন্ড সময়লাগতে পারে। এখন মজায় মজায়মোবাইল ব্যবহার করুন মাউসদিয়ে। বিশেষ করে ট্যাব এব্যবহার করতে বেশি মজা।কারো যদি বুঝতে সমস্যা হয় কমেন্ট করুন।

Post Top Ad

Your Ad Spot

Pages