Breaking

Post Top Ad

Your Ad Spot

Thursday, May 25, 2017

কোন বয়সে যৌনতার কেমন প্রভাব ফেলে

দাম্পত্যের সঙ্গে যৌনতার সম্পর্কটা ঠিক কী রকমের?যে দম্পতিরা বয়স যতই হোক না কেন, তুমুল ভাবে ডুবেথাকেন পরস্পরে, তাঁরা কি রোজ শারীরিক ভাবে মিলিতহন? না কি দাম্পত্য নিয়ে খুব একটা সুখী না হলেওশারীরিক মিলনের ব্যাপারটা ঠিক বজায় রাখা যায়?নির্দিষ্ট করে উত্তর দেওয়া কঠিন। কেন না, শারীরিকমিলনের ক্ষেত্রে হিসেব কষে উত্তর দেওয়া যায় না।পুরোটাই নির্ভর করে মর্জির উপরে!তবে, সেই সব মনমর্জির ব্যাপারকে দূরে সরিয়ে রেখেবিদেশি সমীক্ষা একটা হিসেব কিন্তু ঠিক বের করেফেলেছে।কী বলছে সেই হিসেব?• ১৮ থেকে ২৯ বছর বয়সি দম্পতিরা বছরে গড়ে ১১২ বারযৌনমিলন করেন। অথবা সপ্তাহে দু'বারের একটু বেশি!• ৩০ থেকে ৩৯ বছর বয়সি দম্পতিরা বছরে গড়ে ৮৬ বারশারীরিক মিলনে লিপ্ত হন যা মাসে প্রায় ৭ বার পর্যন্তযায়।• অন্য দিকে, ৫০ থেকে ৫৯ বছর বয়সি দম্পতিরা বছরে ৬৯বার অর্থাৎ গড়ে মাসে ৬ বারের একটু কম বার ডুব দেনপরস্পরের শরীরে।তবে, এই হিসেবের একটা ব্যাপার কিন্তু লক্ষ্য করার মতো।এই যে অনেকে মজা করে বলে থাকেন, দীর্ঘ দাম্পত্যকাটানোর পর স্বামী-স্ত্রীর রসায়নটা হয়ে যায় ভাই-বোনের মতো যৌনতাহীন, সেটা পরোক্ষে হলেও সমর্থনকরছে সমীক্ষা। স্পষ্ট দেখা যাচ্ছে, বয়স এবং দাম্পত্য যতবেশি দিনের, যৌন মিলনের টানও তত কম!

Post Top Ad

Your Ad Spot

Pages