Breaking

Post Top Ad

Your Ad Spot

Monday, May 22, 2017

সঙ্গীকে খুশি রাখতে চান? তাহলে করুন এই সহজ কাজগুলো

:ভালোবাসা দিবস হোক আর না হোক প্রতিটি দিন যেনো ভালোবাসা দিবসের মতোই সুন্দর কাটে এবং ভালবাসাময় সময় পার করা যায় সেকারণে একেঅপরকে খুশি রাখার বিষয়টি অনেক বেশি জরুরী। হয়তো এমন কিছু কাজ করতে হয় যা আপনার পছন্দ না কিন্তু সঙ্গীর খুশি এতেই। যদি কাজটি অন্যায় কিছু না হয়ে থাকে তাহলে শুধুমাত্র সম্পর্ক মধুর রাখতে এবং সঙ্গীর পছন্দের দিকটি বিবেচনা করেও আপনি করতে পারেন। তাই একে অপরকে খুশি রাখতে প্রেমিক ও প্রেমিকার দুজনেরই কিছু বিষয় নজর করা উচিত।১)যেকাজটি সঙ্গীর অনেক পছন্দের সেটি যদি আপনার পছন্দ নাও হয়ে থাকে তারপরও করুন। এতে করে আপনার সঙ্গী ভাববেন আপনি তার অনেক বেশি কেয়ার করেন, সেকারণেই আপনার অপছন্দ হওয়া স্বত্বেও আপনি করছেন।২) দুজন দুজনের পছন্দ অপছন্দ সম্পর্কে খোঁজ খবর রাখুন। বিষয়টি যেনো একতরফা হয়ে না যায়। কারণ সম্পর্কে একতরফা জিনিসটি থাকলে কিছুদিনের মধ্যেইসম্পর্কে একঘেয়েমি চলে আসভে যা সম্পর্ক ভাঙ্গার জন্য দায়ী।৩)ভালোবাসা প্রকাশ করুন। মনের ভেতরে সাগর সমান ভালোবাসা ধরে রেখে সাম্নাসামি প্রকাশনা করাটা বোকামি। সঙ্গীর প্রতি ভালোবাসা প্রকাশ করুন। দিনে যতবার পারেন তাকে ‘আই লাভ ইউ’ কথাটি বলুন।৪) সম্পর্কে ছোটোখাটো জিনিসও অনেক বেশি অর্থ বহন করেন। ছোটো ছোটো খুশিটাই অনেক বেশি বড় হয়ে উঠে। তাই যতো ছোটো ব্যাপারই হোক না কেন, ভুলে যাবেন না। সঙ্গীর খুশির জন্য সব মনে রাখার চেষ্টা করুন অন্তত।৫) যতো ঝগড়াই হোক না কেন ঝগড়া নামিটিয়ে দুজনে কথা বলা বন্ধ করবেন না। কথা বলেই সমস্যার সমাধান করা সম্ভব। কথা না বলে নয়। ঝগড়া মিটিয়ে নিন তাৎক্ষণিক। পরের জন্য ফেলে রাখবেন না। এতে করে সম্পর্ক আরও খারাপ হয়।৬) ভালো পরিবর্তন মেনে নিন। সঙ্গীর মধ্যে যদি এমন পরিবর্তন দেখতে পান যা সম্পর্কের জন্য ভালো ভবিষ্যতের জন্য ভালো তাহলে তা মেনে নেয়ার মনোভাব রাখুন। এই নিয়ে ঝগড়া বাঁধিয়ে ফেলবেন না। এতে করেই সম্পর্কে দুজনে থাকবেন সুখী।

Post Top Ad

Your Ad Spot

Pages