Breaking

Post Top Ad

Your Ad Spot

Thursday, May 18, 2017

নাম ছারা ফেইজবুক আইডি খুলে চমকে দিন বন্ধুদের

আসসালামু আলাইকুম। কেমন আছেনআপনারা সকলে??? আশা করি ভালইআছেন। আর বরাবরের মত আমার একইকথাযে,আপনারা ভাল থাকলে আমিওভাল থাকব। তাই আপনাদেরকে ভাল রাখতে আমার আজকের এই পোস্ট।আশাকরি আগেই টিউনের টাইটেলটাদেখেছেন। তাহলে চলুন মুল টিউনেচলে যাই।ফেসবুক বর্তমানে প্রায় ১২০ কোটি মানুষের সমাগম এই নেটওয়ার্কে। আরএরই সাথে জড়িয়ে আছে আমরা সহআমাদের মত আরও অনেক মানুষই। এর এইনেটওয়ার্কের রয়েছে নানা ধরনেরফিচার যা আমাদের অজানা।ফেসবুকে দেখা কিছু সাধারন বিষয়েরএকটি হল ব্যাবহারকারীর নাম। এখনবর্তমানে কত ধরনেরই নাম দেখাযাচ্ছে সিঙ্গেল নাম, উল্টা নাম সহঅনেক কিছু তবে আজকের টিউনটি হলনামবিহীন একাউন্টের। নিচে দেখতেপারেন'অনেকেরই এটা অনেক কঠিন মনে হতেপারে কিন্তু এটা প্রচুর সহজ জীবনেহয়তো কখনো দেখেননি এমনপ্রোফাইল আর চিন্তাও করেননি তাই আজআপনাকে দেখাতে এবং চিন্তাকরাতে আমি এসে গেছি!! নিচের পদ্ধতি মেনেচলুনঃ1. প্রথমে Facebook.Com এ যান। 2. এবার Create New Account এ ক্লিক3. করুন। 4. এবার আপনি কিন্তু নতুন একাউন্ট 5. খুলছেন। তাই নামের ঘরগুলো বাদ 6. রেখে অন্যান্য ঘরগুলো সব পুরন করে 7. ফেলুন। 8. এবার নামের ঘরের মধ্যে প্রথম 9. বক্সে တမန္ေတာ္တမန္ေတာ္10. এবং তৃতীয় বক্সে က်ဴးပါက်ဲ দিন।က်ဴးပါက်ဲ11. ব্যাস এবার সাইন আপে ক্লিক করুন। দেখবেন আপনার আইডির নাম ঐ দুই টামিলিয়ে আছে।এবার ৩০ দিন অপেক্ষা করবেন।দেখবেন ফেসবুক থেকে আপনারআইডিনামটি মুছে দেওয়া হয়েছে। তখন আপনাকে নতুন কোন নাম দিতে বলবেকিন্তু আপনি কোন নাম না দিয়েSubmit এ ক্লিক করবেন।ব্যাস তখন থেকে আপনার আইডি নামগুম। এবার যতখুশি নাম ছাড়া আইডিচালাবেন।

Post Top Ad

Your Ad Spot

Pages