Breaking

Post Top Ad

Your Ad Spot

Sunday, May 28, 2017

জেনে নিন , ছেলেদের প্রাকৃতিকভাবে ফর্সা হওয়ার ৯ টি সহজ উপায় !

ছেলেদের প্রাকৃতিকভাবে ফর্সা হওয়ার ৯ টি সহজউপায় !ফর্সা গায়ের রঙ কিংবা উজ্জ্বল ত্বকের অধিকারীহতে কে না চায়? তাইতো চেষ্টারও কোনো কমতিথাকে না ছেলেদের। আশ্রয় নেয় বিভিন্নকেমিক্যালের যা কোমল ত্বকের অনেক ক্ষতি করে।তবে সৌন্দর্য পিপাসুরা কিন্তু সাধারণ কিছু উপাদানদিয়ে নিরাপদেই ফর্সা কিংবা আর একটু উজ্জ্বলহতে পারেন।এবার প্রাকৃতিকভাবেই ছেলেদের ফর্সা হওয়ার সহজকিছু উপায় বাতলে দিচ্ছে অর্থসূচকbr /> এক. এক টেবিল চামচ গুঁড়ো দুধ, এক টেবিল চামচ মধু,এক টেবিল চামচ লেবুর রস এবং ১/২ টেবিল চামচবাদামের তেল ভালো ভাবে মিশিয়ে মুখে ১০-১৫মিনিট লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে তারপর পরিষ্কারকরুন। এই প্যাকটি মুখেরউজ্জ্বলতা বাড়াবে আর রোদে পোড়া ভাব দূরকরবে।দুই. বেশন, দুধ ২ চা চামচ এবং লেবুর রসের মিশ্রনমুখে, গলায় লাগিয়ে ১৫ মিনিট পর ঠাণ্ডা পানি দিয়েধুয়ে ফেলুন। সপ্তাহে ২বার লাগালে আপনার গায়েররঙ অবশ্যই উজ্জ্বল হবে।তিন. ঝকঝকে ত্বকের জন্য চন্দন গুঁড়োর অবদানঅনস্বীকার্য। চন্দন গুঁড়োর সাথে দুধ মিশিয়েপ্রত্যেকদিন হালকা হাতে ম্যাসাজ করুন। অল্প দিনেরমধ্যে আপনার মুখে হাসি ফুটবেই।চার. টমেটোতে অ্যালার্জি না থাকলে কয়েক ফোঁটালেবুর রসের সাথে এর ক্লাথ মিশিয়ে মুখে এবং গলায়ব্যবহার করুন। ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন। দেখবেনআপনাকে অনেক ফর্সা দেখাবেই।পাঁচ. ১/২ কাপ চায়ের লিকার(ঠাণ্ডা), ২ চামচ চালেরগুঁড়ো, আধা চামচ মধু মিশিয়ে মুখে লাগান। চালেরগুঁড়ো স্ক্রাবার হিসেবে কাজ করবে আর মধু মুখেরআর্দ্রতা বজায় রাখবে।ছয়. শশার রস আর মধু সমান পরিমাণ নিয়ে ১৫ মিনিটমুখে লাগিয়ে রাখুন। এটি শুষ্ক ত্বকের জন্য অনেকউপকারী। তবে তৈলাক্ত ত্বকে মধুর বদলে লেবুব্যবহার করতে হবে।সাত. সপ্তাহে একবার পাকা কলা চটকিয়ে মুখে লাগানআর ৩/৪ মিনিট পর ধুয়ে ফেলুন। মুখে লুকিয়ে থাকাসব ময়লা নিমিষে পালিয়ে যাবে আর আপনি হয়েউঠবেন আরও আকর্ষণীয়।আট. ২ টেবিল চামচ বেসন, ২ চিমটি কাঁচাহলুদ , ২-৩ফোঁটা লেবুর রস আর এক চা চামচ দুধ দিয়ে প্যাকবানিয়ে মুখে ৫ মিনিট ভালো ভাবে ম্যাসাজ করুন।তারপর ২০ মিনিট পরে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।তবে মনে রাখবেন, হলুদ সবার ত্বকের জন্য নয়। তাইআগে একটু টেস্ট করে নিবেন কাঁচা হলুদ আপনারবন্ধু না শত্রু।নয়. কাঁচা আলুর রস অথবা আলু পাতলা করে কেটেঅথবা আলুর পাল্প দিনে ২বার করে ব্যবহার করলেওভালো ফল পাবেন।টিপসগুলো মেনে চলার আগে অবশ্যই খেয়াল রাখবেনউপাদানগুলোর সাথে আপনার ত্বক মানিয়ে নিতেপারে কিনা। আগে অল্প করে হাতে লাগিয়ে দেখবেনকোন ধরণের চুলকানি কিংবা জায়গাটা লাল হয়েযাচ্ছে কিনা, তারপর পছন্দসই প্যাকটি বেছে নিন।

Post Top Ad

Your Ad Spot

Pages